ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুদক। ছবি : সংগৃহীত

বৈধ সম্পদের মামলায় কারাবন্দি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (১৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তার রাজধানী ধানমন্ডির বাসা থেকে অন্তত ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। দুদক পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান চালায়। 

দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ডিসেম্বর এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। পরে গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় দুদকের উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম এস কে সুরকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে আদালতে হাজির করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। 

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারি মাসে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকার সময় ঋণ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) সহযোগিতা দিয়ে অনৈতিক সুবিধা নিয়েছেন। 

এ ব্যাপারে গত বছরের ২ ফেব্রুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক। জবানবন্দিতে তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর এস কে সুরসহ ব্যাংক পরিদর্শন কর্মকর্তাদের নিয়মিতভাবে ৫ থেকে ৭ লাখ টাকা করে ঘুষ দিত রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক শাহ আলমকে প্রতি মাসে ২ লাখ টাকা করে ঘুষ দেওয়া হতো। নিয়মিত ঘুষের বিনিময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি ‘ম্যানেজ’ করতেন এস কে সুর চৌধুরী।

কাফনের কাপড় পরে প্রাথমিক শিক্ষকদের শাহবাগে অবস্থান

কাফনের কাপড় পরে প্রাথমিক শিক্ষকদের শাহবাগে অবস্থান
ছবি: সংগৃহীত

অষ্টম দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজধানীর শাহবাগে আন্দোলনে নেমেছেন তারা।

বিস্তারিত আসছে...

মেহেদী/

হজ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম
হজ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশকিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। 

নতুন নির্দেশনাগুলো হলো-

> এবার যারা একবারও হজ করেননি তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে। তবে হজযাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।

> হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। 

> কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে।

> হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।

সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এসব নতুন শর্ত ও নির্দেশনা  দেওয়া হয়েছে। হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম মানতে হবে। এ ছাড়া পবিত্র স্থানগুলোতে যাওয়ার সময় চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

এসব নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্কও করা হয়েছে।

মেহেদী/ 

ভালোবাসা দিবসে আবহাওয়া যেমন থাকবে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম
ভালোবাসা দিবসে আবহাওয়া যেমন থাকবে
ছবি: খবরের কাগজ গ্রাফিকস

ভালোবাসা দিবসে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্ধিত ৫ দিনের পরে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

সুমন/

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ অভিবাসনপ্রত্যাশী
ছবি : সংগৃহীত

লিবিয়ার বেনগাজী থেকে ১৪৫ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বোরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব অভিবাসনপ্রত্যাশীর বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

দেশে ফেরত আসার পর এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যান, এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্যসমগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সাথে কাজ করে যাচ্ছে।

অমিয়/

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম
২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় যেসব বিডিয়ার সদস্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের বেআইনি প্রক্রিয়ায় জামিন বা মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

গতকাল বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

পিলখানায় শহিদ সেনা পরিবারের সংগঠন ‘শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক পিলখানায় নিহত শহিদ কর্নেল মজিবুর হকের স্ত্রী নারিন ফেরদৌস। এ সময় শহিদ অন্য সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডে শহিদ পরিবারের জন্য ফেব্রুয়ারি মাসটি অনেক কষ্টের। আমরা দিন গুনতে থাকি মাসটি কখন শেষ হবে। পিলখানা হত্যাকাণ্ডে শহিদ পরিবাররা ‘শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন করেছে। ইতোমধ্যে এ সংগঠনের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা এ সংগঠনের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। শহিদ সেনা অ্যাসোসিয়েশন নামে ফেসবুক পেজ রয়েছে। এর মাধ্যমে আমরা নিয়মিত আমাদের কার্যক্রম তুলে ধরব।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাষ্ট্রের যেকোনো মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সরকারকে নিশ্চিত করতে হবে, সবাই যেন ন্যায়বিচার পান। গত ২৯ জানুয়ারি প্রেস কনফারেন্সের পর আমরা শহিদ পরিবাররা দাবি করেছিলাম, যেন ন্যায়বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দেওয়া না হয়। এরপর থেকে আমরা, আমাদের সদস্যরা কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছি, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জেলের ভেতর যেসব বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, সেই রহস্যও উন্মোচন করার আহ্বান জানাই।