ঢাকা ২৯ মাঘ ১৪৩১, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রোড শো করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যায় না: মামুন রশীদ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম
রোড শো করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যায় না: মামুন রশীদ
ছায়া সংসদে বিজয়ীদের সঙ্গে আর্থিক খাত বিশ্লেষক মামুন রশীদ ও  ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ

বিদেশে রোড শো করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা যায় না। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে বিনিয়োগ ব্যবস্থাপনায় সুশাসনের মাধ্যমে সৎ, যোগ্য ও বিনিয়োগ আকর্ষণে সক্ষম ব্যক্তিদের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন আর্থিক খাত বিশ্লেষক মামুন রশীদ।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মামুন রশীদ বলেন, বিগত সরকারের সময় রোড শো’র নামে আমলা ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশির্বাদপুষ্টরা বিদেশে আনন্দ ভ্রমণ করেছে। এসব শো’র নামে অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তাদের দায়িত্বের বাইরে যেয়ে এসব রোড শো করেছে।

এ সময় তিনি ঘুষ, দুর্নীতি বন্ধের পাশাপাশি ঋণ প্রাপ্তি সহজীকরণ, আমলাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা পরিহার জরুরি বলেও মন্তব্য করেন।

বেক্সিমকো গ্রুপের কারখানাগুলোতে শ্রমিকদের বেতন নিয়ে যে অসন্তোষ চলছে প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ অধিগ্রহণ করে শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদানের ব্যবস্থা করার পরামর্শও দেন তিনি।

একইসঙ্গে এই শিল্পপ্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য দিয়ে ও প্রভাব খাটিয়ে যারা ঋণ নিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলেও জানান তিনি। 

আওয়ামী লীগ শাসনামলে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সম্পৃক্ততায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগকে উৎসাহিত করা হলেও সৌদি আরবের আরামকো, কোরিয়ার স্যামসাং ও অ্যামাজন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। তাছাড়া, ডলার সংকটের কারণে ইত্তেহাদ ও ফেসবুক তাদের বিনিয়োগ সংকোচন করেছে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, ডলার সংকট, উচ্চ সুদহার, অধিক শুল্ক দুর্নীতি, অর্থ পাচার, রাজনৈতিক অস্থিতিশীলতা, সেবা প্রাপ্তিতে ভোগান্তি, জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগে লক্ষমাত্রা অর্জন করতে পারছে না। বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে তাদের মুনাফা, লভ্যাংশ ও পুঁজি ফেরত নিতে পদে পদে হয়রানি, ঘুষ ও দুর্নীতির শিকার হয়। ফলে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয় না। 

জিডিপির মিথ্যা পরিসংখ্যান, উন্নয়নের মিথ্যা গল্প, সুশাসনে ঘাটতি থাকলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাধাগ্রস্ত হয়। বিদেশিরা তখন দেশের বিনিয়োগ কাঠামোকে বিশ্বাস করতে চায় না। ফলে তারা বিনিয়োগ নিরাপত্তা না পেয়ে বাংলাদেশে না এসে মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে বিনিয়োগ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন-

১) বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বাসযোগ্যতা, নীতি ধারাবাহিকতার ওপর গুরুত্ব দিয়ে বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে বিদেশি বিনিয়োগকারী তার বিনিয়োগের মুনাফা ও মুলধন ফেরৎ নিতে কোনো শঙ্কায় না থাকে। ২) আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। ৩) শিল্পকারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, গ্যাস প্রাপ্তির নিশ্চয়তা থাকতে হবে। ৪) যেসব শিল্প বৃহৎ পুঁজি আকর্ষণ করে সেসব ক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ব্র্যান্ডিং জোরদার করা। ৫) বিনিয়োগ নিরাপত্তা, সহজে লাইসেন্স পাওয়া, বিনিয়োগ সেবা নিশ্চিত করাসহ আমলাতান্ত্রিক জটিলতা দূর করা। ৬) শিক্ষার মান বাড়িয়ে শ্রমবাজারের চাহিদার আলোকে দক্ষ শ্রমিক ও উপযুক্ত ব্যবস্থাপক তৈরি করা। ৭) দুর্নীতি বন্ধের পাশাপশি ট্যাক্স, শুল্ক ছাড় আকর্ষনীয় করা। ৮) অতীতে যেসব সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের বিনিয়োগ নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে অর্থনীতির স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে বিনিয়োগের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা। ৯) বিনিয়োগ সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের কারণে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে থাকেন। এ অবস্থা উত্তরণে বেজা, বিডা এবং বেপজা এ তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করে সমন্বিত বিনিয়োগ কৌশল নির্ধারণ করা ১০) বাণিজ্য কূটনীতিতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘আমলাতান্ত্রিক জটিলতাই বিদেশী বিনিয়োগের প্রধান বাধা’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমান নম্বর পেয়ে যৌথভাবে বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, বাবু কামরুজ্জামান সাংবাদিক ইকবাল আহসান ও সাংবাদিক আবুল কাশেম।

অমিয়/

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১
খবরের কাগজ গ্রাফিকস

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে বুধবার (১২ ফেব্রুয়ারি) ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এ নিয়ে অভিযান শুরুর দিন থেকে চার দিনে ২ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হলো। 

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জন ও সারা দেশে নিয়মিত অভিযানে আরও ১ হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময় জব্দ করা হয়েছে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল, একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ২০টি ককটেল, ছয়টি ছুরিসহ দেশীয় নানা অস্ত্র-সরঞ্জাম। 

এর আগে অপারেশন ডেভিল হান্টে গত রবিবার সারা দেশে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে, সোমবার ৩৪৩ জন, মঙ্গলবার ৬০৭ জন এবং সর্বশেষ বুধবার গ্রেপ্তার হন ৫৯১ জন।

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩১

চট্টগ্রাম নগরে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হামলা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি। তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীও রয়েছেন। সিএমপির বিভিন্ন থানার পুলিশ ২৪ ঘণ্টায় (১১ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বেলা ১২টা) তাদের গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেন সিএমপির জনসংযোগ শাখার এসআই মোহাম্মদ ইমরান হোসেন। গ্রেপ্তাররা অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। 

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২২

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার বিকেলে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ আরও কয়েকজন রয়েছেন।

নোয়াখালীতে গ্রেপ্তার ২১

নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, যৌথ অভিযানে নোয়াখালীতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদরে পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়া আটজন, বেগমগঞ্জে দুজন, চাটখিলে তিনজন, চরজব্বারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চরজিয়া উদ্দিন থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম সফি প্রকাশ সফি বাতান্যাকে তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগমসহ গ্রেপ্তার করা হয়েছে। 

এ ছাড়া সিলেটে ছয়জন, আশুলিয়ায় পাঁচজন, ঝিনাইদহে আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা-কর্মী, দিনাজপুরে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাউশির ডিজির অপসারণ দাবিতে আলটিমেটাম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
মাউশির ডিজির অপসারণ দাবিতে আলটিমেটাম
শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখছেন জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হককে অপসারণ করতে আলটিমেটাম দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোট। দাবি না মানলে শিক্ষা ভবনের অবস্থা ধানমন্ডি ৩২-এর মতো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষা ভবন ঘেরাও করা হয়। কর্মসূচি চলাকালে জোটের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মা এই মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হককে শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পদে বসিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই মহাপরিচালককে প্রত্যাহার না করলে সারা দেশের শিক্ষকরা শিক্ষা ভবনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। এ জন্য সচিব ও যুগ্ম সচিব নুরুজ্জামান দায়ী থাকবেন।

বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে খবরের কাগজকে সেলিম ভূঁইয়া বলেন, ‘শিক্ষা ভবন দুর্নীতির আখড়া। দাবি না মানলে খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দাবি না মানলে আমরা রবিবার কর্মসূচি দেব।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, তাদের সমর্থন নিয়ে অধ্যক্ষ হওয়াসহ নানা অভিযোগ ওঠে মাউশির নতুন ডিজির বিরুদ্ধে। তার অপসারণ চেয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছে শিক্ষক কর্মচারী জোট।

 

আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত হত্যার শিকার: জাতিসংঘ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম
আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত হত্যার শিকার: জাতিসংঘ
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া আবু সাইদ

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার বলে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিনার (ওএইচসিএইচআর)। প্রতিবেদনে আবু সাঈদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ করে দুই বাহু ছড়িয়ে ‘আমাকে গুলি করুন’ বলে চিৎকার করার সময়ের দৃশ্য ধারণ করা হয়েছিল। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং ভূ-অবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কীভাবে ঘটেছিল, তা সাক্ষ্য-প্রমাণের জন্য পুনর্নির্মাণ করেন। একটি ফরেনসিক বিশ্লেষণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, তার আঘাতগুলো প্রায় ১৪ মিটার দূরত্ব থেকে ধাতব গুলিবোঝাই শটগান দিয়ে কমপক্ষে দুবার গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

এতে আরও বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবেদনে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর এ সংখ্যা জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদন অনুযায়ী গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল।

বাপার নতুন সভাপতি বাসিত মাহতাব, সম্পাদক সাদাত জামিল

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম
বাপার নতুন সভাপতি বাসিত মাহতাব, সম্পাদক সাদাত জামিল
বাপার নতুন সভাপতি ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব (ডানে), সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাদাত জামিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন সাদাত জামিল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন– সহসভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দিপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মহসিন কামাল, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।

বাপা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (ইফালপা) এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সাঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে।

তিথি/এমএ/

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম
আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পাঠান। 

দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শাইখ মুহাম্মাদ বিন রশিদ আল মাখতুমের নেতৃত্বে ২০১৩ সালে গঠিত সরকারগুলোর অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এক দশক ধরে প্ল্যাটফর্মটি ১৪০টি দেশের আন্তর্জাতিক সংস্থা, চিন্তাবিদ, বৈশ্বিক সিদ্ধান্তগ্রহীতা এবং বেসরকারি নেতাদের একত্রিত করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করে যাচ্ছে। 

সালমান/