
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে সরকার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ ছাড়া এদিন জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫; শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৯৭৩ সময়োপযোগী করার লক্ষ্যে এই আইনের অধিকতর সংশোধনের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয় সংশোধনীসহ লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ-২০২৫ বিষয়ে জানানো হয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাদেশটি পরিমার্জন করার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।
শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি প্রসঙ্গে বলা হয়েছে, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠান, যেমন- পল্লি উন্নয়ন একাডেমি, বগুড়া; বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নামকরণের উদ্দেশ্যে ‘শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি, রংপুর’-এর নাম পরিবর্তন করে ‘পল্লি উন্নয়ন একাডেমি, রংপুর’ করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি’ বিষয়ে জানানো হয়েছে, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠানের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘পল্লি উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’ করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
‘শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি, জামালপুর’ প্রসঙ্গে জানানো হয়েছে, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠানের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি, জামালপুর’-এর নাম পরিবর্তন করে ‘পল্লি উন্নয়ন একাডেমি, জামালপুর’ করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।