
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার পাঁচ থানায় ৪০ জন ও মহানগরের আট থানায় ৪২ জন।
আটকদের সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।
গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই তথ্য জানান।
জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।
তিনি জানান, গতকাল শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।
গাজীপুর মহানগরের আটটি থানায় মোট ৪২ জনকে আটক করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে মহানগরের পূবাইল থানায় দুইজন, মেট্রো সদর থানায় ১৬ জন, বাসন থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় সাতজন, গাছা থানায় পাঁচজন, কোনাবাড়ি থানায় দুইজন ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় গত দুই দিন যাবৎ অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। অভিযান চলমান রয়েছে।
পলাশ প্রধান/অমিয়/