ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮২

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮২
ছবি : খবরের কাগজ

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার পাঁচ থানায় ৪০ জন ও মহানগরের আট থানায় ৪২ জন।

আটকদের সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।

গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই তথ্য জানান।

জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।

তিনি জানান, গতকাল শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।

গাজীপুর মহানগরের আটটি থানায় মোট ৪২ জনকে আটক করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে মহানগরের পূবাইল থানায় দুইজন, মেট্রো সদর থানায় ১৬ জন, বাসন থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় সাতজন, গাছা থানায় পাঁচজন, কোনাবাড়ি থানায় দুইজন ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় গত দুই দিন যাবৎ অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। অভিযান চলমান রয়েছে।

পলাশ প্রধান/অমিয়/

প্রধান উপদেষ্টার চীন সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম
প্রধান উপদেষ্টার চীন সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে কোনো চুক্তি সই হবে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। 

রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার চীন সফরকালে চীনের প্রস্তাবিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ যুক্ত হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি নিশ্চিত নই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই।’

এদিকে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের অনুরোধ করেছে বাংলাদেশ।

ভারত উত্তর দিয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ভারতের উত্তর এখনো আমরা পাইনি।

এদিকে প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের ইয়াও ওয়েন বলেন, ‘এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি হচ্ছে। এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।’ 

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিকভাবে লাভবান হতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।’

আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীনে যাচ্ছেন।

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
খবরের কাগজ গ্রাফিকস

যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে জনগণ দুর্নীতিবাজ বলে ধারণা করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। 

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দিয়েছে সরকার। 

রবিবার (২৩ মার্চ) এটি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসনবিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দিয়েছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব এবং ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে গত ৮ জানুয়ারি জনপ্রশাসনবিষয়ক কমিটি গঠন করে সরকার। গত ২০ ফেব্রুয়ারি জনপ্রশাসনবিষয়ক কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:২৭ পিএম
স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ
ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। 

রবিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর ওই জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নির্ধারিত স্থানে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। এর মধ্যে ঢাকার সদরঘাটে নৌবাহিনীর জাহাজ (বানৌজা) চিত্রা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউ মুরিংয়ে (নেভাল বার্থ-২) বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা অপরাজেয়, মোংলায় দিগরাজ নেভাল বার্থে বানৌজা ধলেশ্বরী, বরিশালের মেরিন ওয়ার্কশপ জেটিতে বানৌজা পদ্মা এবং চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা শহিদ ফরিদ পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ গাজায় হত্যাকাণ্ডের গভীর শোক ও দুঃখ প্রকাশ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম
গাজায় হত্যাকাণ্ডের গভীর শোক ও দুঃখ প্রকাশ
ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

রবিবার (২৩ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ওই সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেনাপ্রধান ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

সেনাপ্রধান ফিলিস্তিনে চলমান সংকটের দ্রুত অবসান কামনা করেন। রাষ্ট্রদূত ফিলিস্তিনের ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এবং অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলমগীর হোসেন/মাহফুজ

মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: উপদেষ্টা ফারুকী

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৫০ পিএম
মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: উপদেষ্টা ফারুকী
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: পিআইডি

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন নাম কী হবে, সে বিষয়ে আগামীকাল (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

একই সঙ্গে সব জাতিসত্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের নববর্ষের শোভাযাত্রায় নতুন রং, গন্ধ ও সুর পাওয়া যাবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।

রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

ফারুকী বলেন, ‘এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে সত্যিকার অর্থেই নতুন জিনিস থাকবে।’ 

তিনি বলেন, ‘এবারের শোভাযাত্রাটি শুধু বাঙালিদের শোভাযাত্রা না। এ শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। এ জন্য নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে।’

প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ শোভাযাত্রাটি প্রথমে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হয়েছিল। সেখান থেকে হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, সর্বসম্মত হলে তবে আবার পরিবর্তন হতে পারে। সর্বসম্মত না হলে পরিবর্তন নাও হতে পারে।”

যেহেতু এবারের শোভাযাত্রা হবে বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের; তাই এমন একটা নাম যেন না দেই যেটা শুধু আমাদেরই হবে, ওরা অন্তর্ভুক্ত হতে পারল না। ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, বলেন ফারুকী।