ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

ঢাকার বাতাসের অকল্পনীয় উন্নতি!

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম
ঢাকার বাতাসের অকল্পনীয় উন্নতি!
ছবি: খবরের কাগজ

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের উন্নতি হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দূষিত বাতাসের শহরে সারা বিশ্বের মধ্যে ঢাকা ষষ্ঠ স্থানে থাকলেও আজ ১৫তম অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৩ মিনিটে ঢাকার বাতাসকে ১৫৩ একিউআই স্কোর দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

তাই ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর।

একই সময়ে পাকিস্তানের করাচি ২২৬ একিউআই স্কোর নিয়ে প্রথম, মায়ানমারের ইয়াঙ্গুন ১৯৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় এবং ভিয়েতনামের হ্যানয় ইয়াঙ্গুনের সমান একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে।

যখন কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

সুমন/

রবিবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম
রবিবারের আবহাওয়ার পূর্বাভাস
খবরের কাগজ গ্রাফিকস

সারা দেশে রবিবার (১৬ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া অফিস।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ ছাড়া রবিবার দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:২৭ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের
রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময়, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

গুতেরেস আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান।

বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে তিনি ভবন পরিদর্শন করেন।

গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। সূত্র: বাসস

অমিয়/

ঈদের কেনাকাটা: ছিনতাইয়ের ভয়ে সবাই দিনকেই বেছে নিচ্ছেন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:০৯ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০১:১২ পিএম
ঈদের কেনাকাটা: ছিনতাইয়ের ভয়ে সবাই দিনকেই বেছে নিচ্ছেন
ঈদের কেনাকাটায় রাজধানীর নিউ মার্কেটে শুক্রবার ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছবি: মাসুদ মিলন

বেলা ২টা। গরমের উত্তাপ উপেক্ষা করে রাজধানীর গাউছিয়া, চাঁদনী চকসহ নিউ মার্কেট এলাকায় ক্রেতারা ভিড় জমিয়েছেন আসন্ন ঈদের প্রিয় পোশাকের সন্ধানে। শুধু পোশাক নয়, চলমান রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ে ঘর থেকে বের হয়েছেন অনেকে।

বন্ধ হয়ে গেছে সন্তানদের স্কুল। ফলে অনেকে ঈদের কেনাকাটা আগেভাগে শেষ করে চলে যাবেন গ্রামের বাড়িতে। তাই রমজানের এই সময়ে বিক্রেতাদের বেশ বেগ পেতে হচ্ছে ক্রেতাদের সামাল দিতে। রাতে চুরি-ছিনতাই হচ্ছে। তাই ক্রেতারা বলছেন, রাতের কেনাকাটা বাদ দিয়ে দিনেই শেষ করতে হচ্ছে সব প্রয়োজন। 

রাজধানীর বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিং মলগুলোতে এখনো ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় দেখা না গেলেও নিউ মার্কেট এলাকায় প্রতিদিনই হাজারও মানুষের পা পড়ছে। 

মোহাম্মদপুর থেকে নিলুফা বেগম এসেছেন তার আট বছরের ছোট মেয়েকে নিয়ে গাউছিয়া মার্কেটে। মেয়ের জন্য নতুন জামার পাশাপাশি নিজের জন্য কিনবেন বোরকা। গাউছিয়া মার্কেটের ইসমাইল ম্যানশনে কথা হয় তার সঙ্গে। নিলুফা বেগম বলেন, ‘ইফতারের পর মূলত ঘরের নানা কাজ থাকে। সে সময় বের হওয়া যায় না। তাই বাচ্চাকে সঙ্গে নিয়েই মার্কেটে এসেছেন। আর দেশের বর্তমান আইনশৃঙ্খলার সার্বিক যে অবস্থা তাতে রাতে বের হওয়া নিরাপদ বোধ করি না।’ 

তিনি বলেন, ‘এখানে সাধ্যের মধ্যে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। ঈদের কেনাকাটা শেষ হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, না এখনো শেষ হয়নি। অল্প অল্প করে কিনছি, দেখছি।’

ইসমাইল ম্যানশনের আল্লাহ ভরসা বোরকা কালেকশনের বিক্রেতা নাজমুল বলেন, এখন অনেকে ফ্যাশনেবল বোরকা পছন্দ করেন। ঈদের জন্যও নতুন বোরকা কিনেন। আমাদের বেশির ভাগ বোরকা দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়। তবে ক্রেতার পছন্দ অনুযায়ী বোরকা বানিয়েও দেওয়া হয়। দরদামের বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে ৫০০ টাকা থেকে শুরু করে সাড়ে ৩৫০০ টাকা দামেরও বোরকা আছে। 

ক্রেতা কেমন জানতে চাইলে নাজমুল বলেন, আগের মানুষ ২০ রোজার পর মূলত ঈদের কেনাকাটায় আগ্রহ দেখাত। এখন রজমান শুরু হওয়ার পর থেকেই ঈদের কেনাকাটা শুরু করে। আমরাও সে অনুযায়ী সব নতুন কালেকশন সংগ্রহে রাখছি। তবে ২০ রোজার পর থেকে মূলত ঈদের কেনাকাটা বেশি জমে। 

গত বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব হয়ে নিউ মার্কেট পর্যন্ত দুপুর বেলাতেই মানুষের উপস্থিতি বেশি। দোকানিরা বলছেন, ইফতারের আগ পর্যন্ত ক্রেতাদের চাপ থাকে সবচেয়ে বেশি। 

এ ছাড়া এলিফ্যান্ট রোড, গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, চন্দ্রিমা সুপার মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটে ঈদের কেনাকাটায় দোকানগুলোতে ভিড় করছেন তরুণ-তরুণীসহ সব বয়সের ক্রেতারা। সায়েন্সল্যাবের বাইতুল মামুর জামে মসজিদ মার্কেট আর প্রিয়াঙ্গন শপিং সেন্টারে সবচেয়ে বেশি দেখা গেছে তরুণদের পছন্দের পাঞ্জাবি কিনতে।

ঈদের সময় গরম থাকবে। সুতির পাঞ্জাবির ভালো কালেকশন দিয়ে সাজানো হয়েছে ঈদের আয়োজন, বললেন সায়েন্সল্যাবের মোড়ে রূপসী বাংলার বিক্রেতা লিয়াকত। পোশাকের দাম কেমন, প্রশ্নে তিনি বলেন, দাম আগের বছরের মতোই রাখা হয়েছে। যাতে সব ধরনের ক্রেতাই কিনতে পারেন।

মেয়েদের থান কাপড় আর থ্রি-পিসের জমজমাট কেনাকাটা দেখা গেছে সুবাস্তু আরোমা সেন্টারে। মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়েই দেখা গেল থরে থরে সাজানো থান কাপড় আর রংবেরঙের থ্রি-পিস। ক্রেতারা কিনছেন মাপ অনুযায়ী থান কাপড়। আর রেডিমেড কাপড়ের দোকানগুলোতেও ক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

মার্কেটের মদিনা ফ্যাশনের ম্যানেজার রেফায়াত হোসেন বলেন, ঈদকে সামনে রেখে সব সময় জমজমাট থাকে এই মার্কেট। মূলত থান কাপড় আর থ্রি-পিসের জন্য এই মার্কেট সবচেয়ে বেশি বিখ্যাত। 

তিনি বলেন, থ্রি-পিসের ঈদের কালেকশন রজমানের প্রথম থেকেই আসতে শুরু করে। ঈদ করতে যারা গ্রামের বাড়িতে যান তারা রোজার শুরুতেই আনস্টিচড থ্রি-পিস কিনে তৈরি করে নেন। এ ছাড়া আমাদের কাছে রেডিমেড থ্রি-পিসও আছে। সেগুলোর কাটতি বেশ ভালো। 
শুধু মার্কেটগুলোতে নয়, এর মধ্যে ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে ফুটপাতের দোকানগুলোতেও। গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাত আর নিউ মার্কেটের সামনের দোকানগুলোতে ঈদের বাহারি পোশাকের পাশাপাশি গৃহস্থালি নানা পণ্য কিনতে ক্রেতাদের বেশ উপস্থিতি ছিল। 

তবে ঈদকে সামনে রেখে এ এলাকায় আগে যেসব বিক্রেতা গৃহস্থালি পণ্য বিক্রি করত তাদের অনেকেই এখন বাচ্চাদের পোশাক, কেউ জুতা, আবার কেউ থ্রি-পিস বিক্রি করছেন। নিউ মার্কেটের সামনে বাচ্চাদের জামা বিক্রি করছিলেন আবদুল্লাহ। তিনি বলেন, ‘আগে তিনি গৃহস্থালির নানা পণ্য বিক্রি করতেন। ঈদকে সামনে রেখে বাচ্চাদের জামা বিক্রি করছেন। দাম ৪০০ থেকে হাজার টাকার মধ্যে। ক্রেতা কেমন জানতে চাইলে বলেন, ক্রেতা আছে। দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত ক্রেতাদের বেশি ভিড় থাকে। তবে ইফতারের পরও ক্রেতা আসেন। 

গাউছিয়া মার্কেটের পাশে পাকিজা তাঁতবাজার ঘুরেও দেখা গেছে ক্রেতাদের সরব উপস্থিতি। মেয়েদের গহনার জন্য পরিচিত এই মার্কেটের বিক্রেতারা বললেন, ইফতারের পর পরই বেশ জমে ওঠে এই মার্কেট। সব ধরনের কেনাকাটা শেষ হলে পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কেনার জন্য মূলত ক্রেতারা এখানে ভিড় করেন। ফলে ঈদের সপ্তাহখানেক আগে খুব জমে ওঠে এই মার্কেট।

বিশ্ব পঙ্গু দিবস আজ দেশে দুর্ঘটনায় এক বছরে পঙ্গু হয়েছেন ১৭ হাজার মানুষ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:৩৭ পিএম
দেশে দুর্ঘটনায় এক বছরে পঙ্গু হয়েছেন ১৭ হাজার মানুষ
বিশ্ব পঙ্গু দিবস

আজ ১৫ মার্চ বিশ্ব পঙ্গু দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।

পুঙ্গত্বের অন্যতম কারণ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় দেশে কত মানুষ পঙ্গু হন, তার নির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা হয়, যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, তার দ্বিগুণ মানুষ দুর্ঘটনায় পঙ্গু হন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন। সে হিসাবে অন্তত ১৭ হাজার মানুষ দুর্ঘটনাজনিত কারণে পঙ্গু হয়েছেন। দুর্ঘটনা ছাড়া আরও নানা কারণে মানুষ পঙ্গু হন।

রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ঢাকা শহরের পঙ্গু ভিক্ষুকদের ৮৩ শতাংশই ছিলেন দুর্ঘটনার শিকার। দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষজ্ঞরা তাই বাইক, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপচালকদের বেপরোয়া গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে তামাক নিরোধে কাজ করা বিভিন্ন সংগঠনের তথ্যমতে, তামাক ব্যবহারের কারণে বছরে চার লাখের মতো মানুষ পঙ্গু হয়ে যায়। স্ট্রোক করেও বহু মানুষের শরীরের এক পাশ অবশ হয়ে যায়। ফলে তাদের পঙ্গু হয়ে বেঁচে থাকতে হয়। পঙ্গুত্বের আরেকটি বড় কারণ আর্থ্রাইটিস। এ ছাড়া মাল্টিপল স্কলেরোসিস, মোটর নিউরন ডিজিজ, বেলস পালসি, স্পাইনা বিফিডা, টিক প্যারালাইসিস এবং লাইম ডিজিজের কারণে মানুষ পঙ্গু হতে পারে। 

যেমন থাকবে আজকের আবহাওয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১২ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০২:২০ পিএম
যেমন থাকবে আজকের আবহাওয়া
ছবি: খরেরর কাগজ

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাট উপজেলায় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে।

সুমন/