ঢাকা ২ চৈত্র ১৪৩১, রোববার, ১৬ মার্চ ২০২৫
English

আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম
আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে: উপদেষ্টা আসিফ
‘তারুণ্য উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি: খবরের কাগজ

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ আয়নাঘরে যে নৃশংসতা চালিয়েছে সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের সমর্থকরা তাদের এই অপকর্ম অস্বীকার করতে পারবে না। তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে এটাকে অস্বীকার করছে। আয়নাঘরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই মাসের নৃশংসতা নথিভুক্তকরণের প্রসঙ্গ উল্লেখ করে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তিগুলি জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনসাধারণের শত্রু হিসেবে স্থায়ীভাবে বিবেচিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/এমএ/

দাখিল পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৪ পিএম
দাখিল পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
ছবি: সংগৃহীত

দাখিল পরীক্ষার সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

রবিবার (১৬ মার্চ) সংশোধিত এই নতুন সময়সূচি প্রকাশ  করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৩ মে শেষ হবে। তবে ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচিতে শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনাবলিতে বলা হয়েছে:

১.পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল অথবা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। 

৪. কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক (তত্ত্বীয়) বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৫. প্রত্যেক পরীক্ষার্থী শুধু রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৬. কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পরবে না।

৭. পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 

মেহেদী/

চট্টগ্রাম-নোয়াখালী-ভোলা রুটে আবারও চলবে জাহাজ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
চট্টগ্রাম-নোয়াখালী-ভোলা রুটে আবারও চলবে জাহাজ
ছবি: এমভি বার আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস

বন্দর নগরী চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়া ও ভোলার চরফ্যাশন রুটে আবারও চালু হতে যাচ্ছে যাত্রীবাহী জাহাজ চলাচল। আগামী ২০ মার্চ থেকে এমভি বার আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস নামে বিলাসবহুল দু'টি অত্যাধুনিক জাহাজ প্রতিদিন ভোলার চরফ্যাশন, মনপুরা, ঢালচর ও নোয়াখালীর হাতিয়া হয়ে চট্টগ্রাম সদরঘাটে আস-যাওয়া করবে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি'র ভোলা অঞ্চলের ম্যানেজার (মেরিন) মো. আল-আমিন বলেন, বার আউলিয়া জাহাজটি সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য ও দ্রুতগতি সম্পন্ন নৌ-যান, যা উপকূলবাসীর জন্য খুবই গুরুত্ববহন করবে। অপর জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস ব্যক্তি মালিকানাধীন হিসেবে আমাদের দপ্তরের সাথে সমন্বয় করে যাত্রী বহন করে চলাচল করবে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ২০২৩ সালে জাহাজ দু'টি এ রুটে মাসখানেক চলাচল করেছিলো। কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে আভ্যন্তরীন রুটের অসাধু দলীয় লঞ্চমালিক সিন্ডিকেট নিজেদের স্বার্থে এ জাহাজ চলাচল বন্ধ করিয়ে রেখেছিল। অবশেষে নৌ-পরিবহন উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২০ মার্চ থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল আবারও নিয়মিত হচ্ছে।

বার আউলিয়া জাহাজের ম্যানেজার মো. সাইফুল ইসলাম জানান, প্রতিদিন সকাল ৮ টায় একটি জাহাজ চট্রগ্রাম সদরঘাট থেকে নোয়াখালী হয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হবে। একই সময়ে ভোলার চরফ্যাশন বেতুয়া ঘাট থেকে আরেকটি জাহাজ যাত্রী নিয়ে নোয়াখালী হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে।

তিনি আরও বলেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জাহাজ দু'টি যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের ভোলা ও নোয়াখালীর হাতিয়ার সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সে ধারাবাহিকতায় জাহাজ দু'টি প্রতিদিন চট্টগ্রাম থেকে ছেড়ে এসে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ঘাট দেবে। হাতিয়া থেকে ছেড়ে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর ও রামনেওয়াজ লঞ্চঘাটে ঘাট দেবে। মনপুরা থেকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার ঘাট দেবে। মঙ্গলশিকদার থেকে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে ভিড়ে যাত্রাবিরতি দেবে। একই নিয়মে প্রতিদিন উভয় এলাকা থেকে জাহাজগুলো চলাচল করবে।

সূত্র: বাসস

সিফাত/

ঈদে রেলের অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম
ঈদে রেলের অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলযাত্রায় যাত্রী হয়রানি ও প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ব্যবহার করে অথবা সরাসরি কাউন্টার থেকে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

গত ১৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিপুল চাহিদার প্রেক্ষিতে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকিট কালোবাজারি করতে পারে। ক্ষেত্র বিশেষে বিভিন্ন আইডি থেকে ক্রয়কৃত টিকিট বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে বিক্রির চেষ্টা করতে পারে। এতে যাত্রী সাধারণের হয়রানি ও প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যবহার করে কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকেট ক্রয়ের পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য, ঈদযাত্রায় (২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত) একটি আইডি থেকে সর্বোচ্চ একবার চারটি টিকিট কেনা যাবে। এক্ষেত্রে আইডিধারী ব্যক্তির সহযাত্রীদের নামও ইনপুট দেওয়ার ব্যবস্থা রয়েছে। অনুরূপভাবে ফিরতি যাত্রার ক্ষেত্রেও (৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত) একটি আইডি থেকে সর্বোচ্চ একবার চারটি টিকিট কেনা যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত অন্য কোথাও ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে না। কোন যাত্রী বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থান থেকে টিকিট ক্রয় করলে তিনি নিশ্চিতভাবে প্রতারিত হবেন।

বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকিট কেনা হবে ঐ ব্যক্তির সংশ্লিষ্ট মোবাইল ফোন ও আইডিধারী ব্যক্তির ফটো সম্বলিত আইডি কার্ডসহ তাকে ভ্রমণ করতে হবে। আইডিধারী ব্যক্তি ও টিকেটে উল্লিখিত সহযাএী ব্যতীত অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। কোন ব্যক্তি নিজের আইডি ব্যতীত অন্য কারো আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণ করতে চাইলে তার বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন প্রতারকচক্র বা কালোবাজারি এরূপ অন্যের নামে বা অন্য কারো আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিট কারো নিকট বিক্রির চেষ্টা করলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য অথবা বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে যাত্রী সাধারণকে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি এর সহায়তা গ্রহণেরও পরামর্শ প্রদান করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ডায়াল করে এ ব্যাপারে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। সকল ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

জয়ন্ত সাহা/এমএ/

আবরার ফাহাদ হত্যা মামলা: দ্রুত রায় কার্যকর চান বাবা

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম
আবরার ফাহাদ হত্যা মামলা: দ্রুত রায় কার্যকর চান বাবা
ছবি: সংগৃহীত

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেছেন, হাইকোর্টের রায়ে আমরা সন্তুষ্ট। এখন সব প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর দেখতে চাই।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

রবিবার (১৬ মার্চ) মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্ট যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন তারা হলো, মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মো. মেফতাহুল ইসলাম জিয়ন, মো. মাজেদুর রহমান মাজেদ, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মো. শামসুল আরেফিন রাফাত, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ সেতু, মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ।

হাইকোর্ট যে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন তারা হলো, মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্না।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বর্বরোচিত ও নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। এরপর ২০২২ সালের ৬ জানুয়ারি আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে, আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। একপর্যায়ে গত বছর ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এই মামলায় দ্রুত পেপারবুক তৈরি করে হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি রায়ের জন্য বিষয়টি অপেক্ষমান রাখে হাইকোর্ট।

সূত্র: বাসস

সিফাত/

গণ-অভ্যুত্থানে শহিদ-আহত ১৫ পরিবার পেল ঈদসামগ্রী

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম
গণ-অভ্যুত্থানে শহিদ-আহত ১৫ পরিবার পেল ঈদসামগ্রী
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

সম্প্রতি শহিদ আলভির বাবা আবুল হোসেনের (ভাইস চেয়ারম্যান, জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি) তত্ত্বাবধানে রাজধানীর পল্লবী ও মিরপুরের ১৫টি পরিবারের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

এ সময় শহিদ পরিবার ও আহতদের খোঁজ নেন জাতীয় নাগরিক পার্টির সদস্য ইঞ্জিনিয়ার ইমরান নাঈম। এ ছাড়া জাতীয় নাগরিক কমিটি পল্লবীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রেহানা আক্তার রুমা, নাদিয়া চৌধুরী, মোজাম্মেল হোসেন, হাসান আহমেদ, মো. রুবেল, মেহেদী হাসান, মোহাম্মদ ইমরান নাজিরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর যুগ্ম সদস্যসচিব ইমরান হোসাইন, ঢাকা মহানগর সদস্য ইমাম হাসান, গণসংযোগ সেলের সদস্য রাকিবুল ইসলাম রনি, আক্তার হোসেন, আসিফ হোসেন প্রমুখ।

তারা খুনিদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে যথাযথ পদক্ষেপ দাবি করেন।

সালমান/