ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করেছে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম
আওয়ামী সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করেছে
২০২৪ সালের জুলাই-আগস্টের গণবিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ছবি: খবরের কাগজ

জাতিসংঘের সত্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণবিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার কোনো উদ্যোগই নেয়নি, বরং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে, ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে সরকারি বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সহিংসতা তদন্তের কোনো বাস্তব প্রচেষ্টা দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, হত্যার প্রমাণ মুছে ফেলতে পুলিশ কিছু নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে ফেরত না দিয়ে হাসপাতাল থেকে নিয়ে যায়, গোপন রাখে, এমনকি পুড়িয়েও ফেলে।

জাতিসংঘ গত বুধবার ‘জুলাই-আগস্ট ২০২৪-এ বাংলাদেশে প্রতিবাদ-বিক্ষোভ সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করে।

ওএইচসিএইচআর জানায়, পুলিশের বিশেষ শাখা এবং র‌্যাবকে গোপনে অতিরিক্ত গোলাবারুদ বরাদ্দ দেওয়া হয়েছিল, যাতে তাদের গুলিবর্ষণের হিসাব সরকারি নথিতে না আসে।

সাবেক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ বা নির্যাতনের কোনো তদন্তই হয়নি। তৎকালীন কর্মকর্তারা দাবি করেন, ‘সংকটময় পরিস্থিতির’ কারণে কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

কিন্তু জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদনই তদন্ত শুরু করার জন্য যথেষ্ট ছিল। তবে সরকার জবাবদিহিতা নিশ্চিত করা তো দূরের কথা, উল্টো সত্য গোপনের জন্য সমন্বিত চেষ্টা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই, এনএসআই), পুলিশের গোয়েন্দা শাখা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল এমন বিভিন্ন হাসপাতালে উপস্থিত থেকে নির্যাতনের প্রমাণ লোপাট করতে গুরুত্বপূর্ণ চিকিৎসা নথি জব্দ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে জবাবদিহিতার দাবি জানানো আইনজীবী, সাংবাদিক, ভুক্তভোগী ও তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল।

ওএইচসিএইচআর জানায়, ‘বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ডিজিএফআই সদস্যরা ভুক্তভোগীদের পরিবার ও তাদের আইনজীবীদের ফোন করেছিল বা সরাসরি দেখা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল।’

প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাঈদের হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও শত শত নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অথচ ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণে স্পষ্ট ছিল যে পুলিশই তাকে হত্যা করেছে।

ওএইচসিএইচআর জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা প্রকাশ্যে বিএনপি ও জামায়াতের সদস্যদের বিক্ষোভকারীদের হত্যা ও আহত করার জন্য দায়ী করেন, যদিও নিরাপত্তা বাহিনীই এসব কাজ করেছিল।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক মহলের উদ্বেগ প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে পলাতক থাকা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক নেতাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন, তবে এর জন্য ‘বিরোধী উসকানিদাতা’ ও ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন।

প্রতিবেদনে বলা হয়, ‘এই তদন্তের আওতায় কেবল ‘কোটা সংস্কার আন্দোলনের কারণে সংঘটিত মৃত্যু, সহিংসতা, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির’ বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, ‘যা কেবল বিক্ষোভকারীদের কর্মকাণ্ডের ওপর একতরফা দৃষ্টি নিবদ্ধ করে, অথচ নিরাপত্তা বাহিনীর ব্যাপক সহিংসতা এড়িয়ে যাওয়া হয়।’

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের পর এই তদন্ত কমিটি কোনো অন্তর্বর্তী প্রতিবেদনও প্রকাশ করেনি, এমনকি তাদের কার্যক্রমের কোনো লিখিত রেকর্ডও পাওয়া যায়নি।

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কাউকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে।

কমিশন ৩০ জুলাই কেবল একটি অস্পষ্ট বিবৃতি দেয়, যেখানে ঘটনাকে ‘খুবই দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন’ বলা হয় এবং গণগ্রেপ্তার না করার আহ্বান জানানো হয়। সূত্র: বাসস

সিফাত/

বিশ্ব পঙ্গু দিবস আজ দেশে দুর্ঘটনায় এক বছরে পঙ্গু হয়েছেন ১৭ হাজার মানুষ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:৩৭ পিএম
দেশে দুর্ঘটনায় এক বছরে পঙ্গু হয়েছেন ১৭ হাজার মানুষ
বিশ্ব পঙ্গু দিবস

আজ ১৫ মার্চ বিশ্ব পঙ্গু দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।

পুঙ্গত্বের অন্যতম কারণ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় দেশে কত মানুষ পঙ্গু হন, তার নির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা হয়, যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, তার দ্বিগুণ মানুষ দুর্ঘটনায় পঙ্গু হন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন। সে হিসাবে অন্তত ১৭ হাজার মানুষ দুর্ঘটনাজনিত কারণে পঙ্গু হয়েছেন। দুর্ঘটনা ছাড়া আরও নানা কারণে মানুষ পঙ্গু হন।

রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ঢাকা শহরের পঙ্গু ভিক্ষুকদের ৮৩ শতাংশই ছিলেন দুর্ঘটনার শিকার। দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষজ্ঞরা তাই বাইক, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপচালকদের বেপরোয়া গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে তামাক নিরোধে কাজ করা বিভিন্ন সংগঠনের তথ্যমতে, তামাক ব্যবহারের কারণে বছরে চার লাখের মতো মানুষ পঙ্গু হয়ে যায়। স্ট্রোক করেও বহু মানুষের শরীরের এক পাশ অবশ হয়ে যায়। ফলে তাদের পঙ্গু হয়ে বেঁচে থাকতে হয়। পঙ্গুত্বের আরেকটি বড় কারণ আর্থ্রাইটিস। এ ছাড়া মাল্টিপল স্কলেরোসিস, মোটর নিউরন ডিজিজ, বেলস পালসি, স্পাইনা বিফিডা, টিক প্যারালাইসিস এবং লাইম ডিজিজের কারণে মানুষ পঙ্গু হতে পারে। 

যেমন থাকবে আজকের আবহাওয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১২ পিএম
যেমন থাকবে আজকের আবহাওয়া
ছবি: খরেরর কাগজ

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাট উপজেলায় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে।

সুমন/

লালমাটিয়ায় সড়কে খোঁড়াখুঁড়িতে সমন্বয়হীনতা, দুর্ভোগে শিশু-বয়স্করা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৫৯ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১১:৫৯ এএম
লালমাটিয়ায় সড়কে খোঁড়াখুঁড়িতে সমন্বয়হীনতা, দুর্ভোগে শিশু-বয়স্করা
রাজধানী ঢাকার লালমাটিয়ার সড়ক। ছবি: খবরের কাগজ
রাজধানী ঢাকার লালমাটিয়ায় কয়েকটি সড়কে খোঁড়াখুঁড়িতে ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়েছেন। সড়কগুলোতে এমনভাবে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে যে, হাঁটার জায়গাও রাখা হয়নি। এ ছাড়া সড়ক খুঁড়তে গিয়ে বিভিন্ন বাসাবাড়ির পানি ও বিদ্যুতের লাইনও কাটা পড়ছে। স্থানীয় বাসিন্দাদেরই আবার নিজ খরচে তা ঠিক করে নিতে হচ্ছে।
 
শুক্রবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা গেছে, লালমাটিয়া বি-ব্লকের ৩, ৪, ৫ ও ৬ নম্বর সড়ক খনন করে বড় বড় পাইপ বসিয়ে ড্রেনেজের ব্যবস্থা করা হচ্ছে। ৩ নম্বর সড়কে পাইপ বসানোর কাজ শেষ। ঢালাইয়ের ঢাকনা বসিয়ে বাকি কাজ সম্পন্ন করা হবে। এ সড়ক ধরে কিছুটা হাঁটলেই ৬ নম্বর সড়ক। ৬ নম্বর সড়ক ধরে একটু এগোলে ৪-৫ নম্বর সড়ক। এ সড়কগুলোয়ও পাইপ বসানো হয়েছে। এখন মাটি ভরাটের কাজ চলছে। 
 
সড়কগুলো ধরে হাঁটার সময় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র দেখা গেল। ৪ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ি থেকে এক ব্যক্তি বের হলেন, সঙ্গে এক শিশু। বাড়ির তুলনায় সড়কটি এতটাই গভীর করে খোঁড়া হয়েছে যে, শিশুটি সড়কে নামতে পারছিল না। ভদ্রলোক প্রথমে নিচে নেমে তারপর ওই শিশুকে দুই হাতে ধরে সড়কে নামালেন। কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোক বললেন, ৩ নম্বর সড়কের কাজ মাসখানেক আগে শুরু হয়েছে। আর ৪ নম্বর সড়কের খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে রোজা শুরুর এক দিন আগে। সেই থেকেই আমরা দুর্ভোগ পোহাচ্ছি।
 
৪ নম্বর সড়কের এক বাসিন্দা বলেন, ‘যে কাজটি হচ্ছে সেটি আমাদের জন্য দরকার। ১৯৮২ সালের পর থেকে এখানে কোনো কাজ হয়নি। কাজ যে হচ্ছে তাতে আমরা খুশি। কিন্তু যারা কাজ করছে, তাদের কারও সঙ্গে কারও সমন্বয় নেই। ভেকু দিয়ে খনন করছে। এতে মাটির নিচে থাকা বিদ্যুৎ ও পানির লাইন কাটা পড়ছে। সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ বিভাগ কারও সঙ্গে কারও সমন্বয় নেই। এ ধরনের কাজের সময় সব বিভাগেরই প্রতিনিধি থাকা উচিত। তাদের সমন্বিতভাবে কাজ করা উচিত।’ 
 
তিনি আরও বলেন, ‘সেদিন আমার চোখের সামনে মারাত্মক একটা দুর্ঘটনা থেকে এক শ্রমিক রক্ষা পান। ভেকু চালকের সামান্য আঘাত লাগে। আমার বাসার সামনের বৈদ্যুতিক লাইন কাটা পড়ে। তখনই ওই দুর্ঘটনা ঘটে। পানির লাইনও কাটা পড়ে। পানির লাইন তারা ঠিক করে দিয়েছে। কিন্তু বিদ্যুতের লাইন আমি ঠিক করিয়েছি। এতে আমার অনেক টাকা খরচ হয়েছে।’ 
 
হাত দিয়ে দেখিয়ে তিনি বলেন, ‘ওই দেখেন, জিআই কেবল লাগিয়েছি। আমার তো রাজনৈতিক প্রভাব নেই, তাই নিজের টাকায় ঠিক করিয়েছি।’
 
এই সড়কের বাসিন্দা নগর পরিকল্পনাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে দেখা হলে তিনি বলেন, ‘দ্যাখো, সামান্যতম হাঁটার জায়গাও রাখেনি। এতগুলো বাড়ি থেকে এত এত মানুষের বের হয়, প্রবেশ করে। শিশু-বৃদ্ধ-নারী- যারা আছেন তারা অনেকেই বাসা থেকে বের হতে পারেন না। এভাবে কাজ করলে তো হয় না। যারা শ্রমিক তারা তো এতো কিছু বোঝেন না। কিন্তু প্রতিষ্ঠান-সংস্থা যারা কাজ করাচ্ছে, তাদের তো দায়িত্ব আছে। এভাবে কেউ কোনো দিন রাস্তা কাটে! একটার পর একটা রাস্তা কাটছে আর যেভাবে ইচ্ছা খোঁড়াখুঁড়ি করছে।’
 
কারা কাজ করছে তাও বোঝার উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তত একটা সাইনবোর্ড তো থাকবে যে এই সড়কে কাজ চলছে। অমুক সংস্থা কাজ করছে। আমরা নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এ ধরনের কথা তো থাকা উচিত। কিছু নেই। এটা কি! কোনো কর্তৃপক্ষের চেহারা নেই। কাউকেই দেখলাম না। একটা অভিজাত এলাকা। মানুষগুলো কীভাবে যায়-আসে। এভাবে একটার পর একটা রাস্তা ধরছে। নাগরিকদের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ কিছুই নেই।’  
 
অধ্যাপক নজরুল ইসলাম আরও বলেন, ‘শিশুদের তিনটি স্কুল এবং দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ মানুষের বসবাস এখানে।’ দ্রুততম সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।
 
এই কাজের তদারকির দায়িত্বে থাকা মাহমুদ মোল্লা জানালেন, দ্রুত কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের অনেক আগে কাজ শেষ করে ফেলব। শনিবার থেকে আরও ২০ জন শ্রমিক কাজে লাগাব। এক সপ্তাহের মধ্যে সড়কগুলো চলাচলের উপযোগী হয়ে যাবে। ঈদের আগে কাজ শেষ করব।

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে শিক্ষক সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৪২ এএম
ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে শিক্ষক সমিতির শ্রদ্ধা
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

শুক্রবার (১৪ মার্চ) ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত একটি শোক বার্তা গণমাধ্যমে পাঠানো হয়। 

এই শোক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

দেশের শিক্ষা, সংস্কৃতি, নারী উন্নয়ন, যোগাযোগ ও সম্প্রচারে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও জানানো হয়। 

গত ১৩ মার্চ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যু হয় ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পরে ১৪ মার্চ মরহুমের প্রথম নামাজে জানাযা গ্রিন রোডে এবং ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

অমিয়/

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৮৩

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:২৫ এএম
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৮৩
খবরের কাগজ গ্রাফিকস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসীসহ মোট ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী। ৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত সাত দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অভিযানে গত সাত দিনে যৌথ বাহিনী ওই সব অপরাধে জড়িত অভিযোগে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি শুটারগান, গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ অর্থ। পরবর্তী সময়ে গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৬ থেকে ১৩ মার্চ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ওই যৌথ অভিযান পরিচালনা করে।