ঢাকা ২৪ ভাদ্র ১৪৩১, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

সিলেট ১৪ দলের সভা ‘বিএনপি-জামায়াতের জঙ্গিবাদী আন্দোলন প্রতিহত করা হবে’

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:৩২ এএম
আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১০:১০ এএম
‘বিএনপি-জামায়াতের জঙ্গিবাদী আন্দোলন প্রতিহত করা হবে’
ছবি : খবরের কাগজ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনে ভর করে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে টার্গেট করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদী আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের এই জঙ্গিবাদী আন্দোলন ১৪ দল যেকোনো মূল্যে প্রতিহত করবে।’

শনিবার (৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ১৪ দলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সার্বিক পরিস্থিতি তুলে ধরে সভায় সূচনা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। বক্তৃতায় তিনি বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাস এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল দাবি এরই মধ্যে মেনে নিয়েছেন। কিন্তু তারপরও কেন এই আন্দোলন? এই প্রশ্নের উত্তরের মধ্যে আছে ষড়যন্ত্রের নীলনকশা।’

সভায় ১৪ দলের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়া, জেলা জাতীয় পার্টি (জেবি) এর সভাপতি ইফতেখার আহমদ লিমন, জেলা ন্যাপ সভাপতি মো. আব্দুল ওদুদ, মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, জেলা জাসদ সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, ন্যাপ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আপ্তাব মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. জুনেদুর রহমান, মহানগর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, সাধারণ সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী, জেলা গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন, জেলা সাম্যবাদী দলের সদস্য নিবাস চক্রবর্তী ও সজল রায় প্রমুখ।

সভায় ১৪ দলের নেতৃবৃন্দ বলেন, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলো আজ বিভক্ত। আর এই বিভক্তির সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভর করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। এমনকি তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এখন মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই হীন চক্রান্ত ঐক্যের মাধ্যমে ১৪ দলের নেতৃবৃন্দের প্রতিহত করা সক্ষমতা রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারকে স্থায়ী রূপ দিতে চায় বিএনপি : ফখরুল

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম
তত্ত্বাবধায়ক সরকারকে স্থায়ী রূপ দিতে চায় বিএনপি : ফখরুল
বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে স্থায়ী রূপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কার তো করতেই হবে। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।’

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৬ দিন চিকিৎসা শেষে রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম। 

অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তাই জনগণের উচিত সরকারকে সহযোগিতা ও সমর্থন দেওয়া। বিশেষ করে দেশের অর্থনীতি সচল রাখার জন্য গার্মেন্টস সেক্টরের সবাইকে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের যে লক্ষ্য তা ধরে রাখতে হবে।’ 

বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, ‘ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু তথ্য উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। আমি মনে করি, বিপ্লবের পর একটা সমস্যা থাকে। দ্রতই সমস্যা সমাধানও হবে।’

এর আগে গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।

শফিকুল ইসলাম/সালমান/

পরাজিত শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায় : শিমুল বিশ্বাস

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
পরাজিত শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায় : শিমুল বিশ্বাস
শ্রমিক কর্মচারী সমাবেশে বক্তব্য দিচ্ছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : খবরের কাগজ

পরাজিত শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিকদলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

তিনি বলেন, ‘একটি মহল দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই, সে যত বড় নেতাই হোন। বিএনপি জনমানুষের দল। তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড়ে দখল-চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা জেলা শ্রমিকদল আয়োজিত এক শ্রমিক কর্মচারী সমাবেশে এসব কথা বলেন শিমুল বিশ্বাস।

তিনি আরও বলেন, ‘অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। পরে দেখা যায়, এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় যুবলীগ অথবা ছাত্রলীগ। যে কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।’

দীন ইসলামের সভাপতিত্বে ও শ্রমিকনেতা হোসেন আলীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, শ্রমিকনেতা হুমায়ুন কবির খান, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিকনেতা কফিল উদ্দিন, জামাল উদ্দিন, রেফাত উল্লাহ প্রমুখ।

মিজানুর রহমান/সালমান/

 

পরাজিত শক্তির লোকেরা বসে নেই : ডা. জাহিদ

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
পরাজিত শক্তির লোকেরা বসে নেই : ডা. জাহিদ
ত্রাণ সংগ্রহ শেষে কথা বলছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : খবরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’ 

তিনি বলেন, ‘ছাত্র-জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অর্ন্তবর্তী সরকারকে বলব, তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।’ 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে এসব কথা বলেন ডা. জাহিদ।

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকবিলায় এগিয়ে আসতে হবে।’ 

বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪ দিন ধরে বন্যাদুর্গতদের মাঝে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা আমরা পৌঁছে দিয়েছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, গৃহবধূ, রিকশাশ্রমিক, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাই ও বোনেরাসহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা করেছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের পুর্নবাসনে সহায়তা করব। তাদের বাড়িঘর নির্মাণ, কৃষি কাজ, বীজ সরবরাহসহ বিভিন্নভাবে সাধ্যমতো সহায়তা করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘বন্যাকবলিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ আমাদের চিকিৎসকরা।’ 

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদলের রেজাউর করিম পল, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবিরসহ ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/সালমান/

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক : মান্না

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পিএম
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক : মান্না
মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং উসকানিমূলক। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি। এমন কোনো মন্তব্য ভারতের কাছ থেকে আসা উচিত নয়, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।’ 

শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কিন্তু তিনি রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-হামাস এর পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশে কোনো যুদ্ধপরিস্থিতি নেই বরং সম্প্রতি বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাম উল্লেখ করা দুরভিসন্ধিমূলক।’

স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা অন্য সব রাষ্ট্রের মতো প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এই বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে এবং দুই দেশের জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে। অন্যথায় শেখ হাসিনার শাসন-পরবর্তী নতুন বাংলাদেশ কূটনীতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করবে। ভারতের মনে রাখা উচিত, সেই সক্ষমতা আমাদের আছে।’

‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি’

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি’
জাতীয় মুক্তি কাউন্সিল

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতিতে নজর রাখতে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি এক প্রকাশ্য হুমকি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। 

শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

ফয়জুল হাকিম বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে বাংলাদেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। এরকম পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘বাংলাদেশের পরিস্থিতিতে’ নজরে রাখার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।”

ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান তিনি। 

এ ছাড়া বিবৃতিতে ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে আগামীকাল ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

সালমান/