গণরায় মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করে জাতীয় বিপর্যয় থেকে দেশকে রক্ষা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
রবিবার (৪ আগস্ট) সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় তারা এ দাবি জানান।
সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এম এম আকাশ, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, আবদুল্লাহ ক্বাফী রতন, ডা. ফজলুর রহমান, কাজী রুহুল আমিন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, জলি তালুকদার।
তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে জনগণের ওপর দমননীতি চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার মতো পথে এবারও ছাত্রসমাজের ওপর দমননীতি চালিয়ে যাচ্ছে। জনগণের মাঝে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়ে গণবিদ্রোহে রূপ নিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে সিপিবি নেতারা বলেন, ছাত্র-জনতার ন্যায্য দাবি মেনে নিতে সরকারের কালক্ষেপণের ফলে আজও (গতকাল রবিবার) দেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ, নৃশংসতম হত্যাকাণ্ড এবং জ্বালাও-পোড়াও ধ্বংসযজ্ঞ চলেছে; যা কোনোভাবেই দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না। এ অবস্থায় যদি দেশ-বিদেশের কোনো গণবিরোধী মহল অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে, সেটাও দেশের জনগণের জন্য মঙ্গল বয়ে আনবে না।