বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে আজ সোমবার (৫ আগস্ট) ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করেছে দলটি।
রবিবার (৪ আগস্ট) দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।
এর আগে রবিবার বিকেলে অসহযোগ আন্দোলনের সমর্থন জানিয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে রাজধানীতে গণমিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। ছাত্রলীগ-যুবলীগকে হটিয়ে বিশাল মিছিল নিয়ে পল্টনে অবস্থান নেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। ফয়জুল করীমের নেতৃত্বে মিছিলটি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়।