ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:৩৮ পিএম
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

সোমবার (৫ আগস্ট) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি খালেদা জিয়া এসব কথা জানান। 

এর আগে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাপ্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে। এসময় শিক্ষার্থী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শফিক/এমএ/

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম
মঞ্জুর আলম ও মো. রুমেল খান

সিলেট নগরীর বনকলা পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ও তার সহযোগী  মো. রুমেল খান। তারা দুজনেই বনকলা পাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনের মধ্যে মঞ্জুর আলমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। রুমেল এখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হামলার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি। 

আহত রুমেল খান বলেন, ‘বিগত সিটি নির্বাচনে আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব ভাইয়ের সমর্থন করে প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলাম এই জন্য আমার ওপর হামলা হয়েছে। রাতে কারেন্ট ছিল না তাই আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন এলাকার বিএনপির দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। তখন তারা বলে আমি কেন আফতাবের সর্মথন করেছি। তাদের হামলায় আমার পিঠ এবং উভয় উরুতে গভীর ক্ষত হয়েছে। এই হামলাকারীরা পরে কাছাকাছি একটি সেলুনে গিয়ে মঞ্জুর ভাইকে বের করে আক্রমণ করে। তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

শাকিলা ববি/জোবাইদা/অমিয়/

ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিলো ক্যালিফোর্নিয়া বিএনপি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিলো ক্যালিফোর্নিয়া বিএনপি
চেক হস্তান্তর করছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মরিরুজ্জামান মনির

দেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে সহায়তার চেক হস্তান্তর করা হয়।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের তত্ত্বাবধানে এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সহযোগীতায় সংগৃহীত ৫ লাখ ২৫ হাজার ২০ টাকার একটি চেক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়া হয়।

চেকটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্ববায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের কাছে হস্তান্তর করেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মরিরুজ্জামান মনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।

সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করে ৩১ আগস্ট বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

শফিকুল ইসলাম/অমিয়/

যুবদল নেতার ভিডিও ভাইরাল কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি
আব্দুল মাজেদ

‘এখানে আন্দোলনকারীরা আছে, তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।’ গত ৫ আগস্ট সরকারের পতনের পর, কুষ্টিয়া মডেল থানা ভাঙার কথা স্বীকার করেন জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। নিজ এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে তার নেতৃত্বে থানা ভাঙার স্বীকারোক্তি দিয়ে বক্তব্য দেন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ নিয়ে জেলাব্যাপী চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

গত ৭ আগস্ট বিকেলে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। ওই সমাবেশের ৪ মিনিটের একটি বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাজেদ। এ সময় মাজেদ বলেন, ‘শহিদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন, যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।’

গত ৫ আগস্ট সরকারের পতনের পর কুষ্টিয়া মডেল থানায় চলে ব্যাপক ভাঙচুর, অস্ত্র ও জিনিসপত্র লুটপাট ছাড়াও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৯ আগস্ট ৮ থেকে ১০ হাজার জনকে আসামি করে একটি মামলা করেন থানার পরিদর্শক (অপারেশন) এস এম আব্দুল আলিম। তবে ঘটনার এক মাস পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী।

এ বিষয়ে আব্দুল মাজেদের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, ‘এই ধরনের বক্তব্য যদি তিনি (মাজেদ) দিয়ে থাকেন তা হলে ঠিক করেননি। বিষয়টি কেন্দ্রকে অবগত করা হবে। কেন্দ্র নির্দেশ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

দলের নেতা হত্যায় গায়েবি পোস্টারিং, বিএনপির ক্ষোভ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
দলের নেতা হত্যায় গায়েবি পোস্টারিং, বিএনপির ক্ষোভ
ছবি : খবরের কাগজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ও চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় গায়েবি পোস্টারিংয়ের প্রতিবাদে বিক্ষোভে করেছে বিএনপি নেতা-কর্মীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আরডি শপিং কমপ্লেক্সে প্রতিবাদ সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি। এতে বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, ‘বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে হত্যা করেছেন আওয়ামী সন্ত্রাসী রাজ্জাক চেয়ারম্যান ও তার লোকজন। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে দায়ী করে পোস্টারিং করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

নিহত আবদুল মতিন তোতার ছেলে ইমাম উদ্দিন সবুজ বলেন, ‘ফখরুল সাহেব ভালো মানুষ। তার বিরুদ্ধে কে বা কারা এ ধরনের পোস্টারিং করেছে, তা আমরা জানি না। আমাদের পরিবারের পক্ষ থেকে ফখরুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা এ ষড়যন্ত্রের বিচার চাই।’

এর আগে শনিবার রাতে আবদুল মতিন তোতা হত্যায় উপজেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলামকে দায়ী করে এলাকায় পোস্টারিং করা হয়। এতে দলের নেতাদের ছবির পাশাপাশি বিএনপি নেতা ফখরুল ইসলামের ফাঁসি লাগানো বিকৃত ছবি ছাপানো হয়। পরে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন বিএনপি কর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গায়েবি পোস্টারিংয়ের বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম ঢাকার মেট্রো হোমস লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন।

গত ৩০ আগস্ট দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আবদুল মতিন তোতা (৬৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এর আগে ২৭ আগস্ট রাতে চরএলাহী বাজারে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর নিহত তোতার ছেলে ইসমাইল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এতে চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়েছে।

শোভাযাত্রা পরিহারসহ নেতা-কর্মীদের বিশেষ বার্তা বিএনপির

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম
শোভাযাত্রা পরিহারসহ নেতা-কর্মীদের বিশেষ বার্তা বিএনপির
বিএনপি (লোগো)

দেশের চলমান পরিস্থিতিতে মোটরসাইকেল বা যানবাহনের শোভাযাত্রা পরিহারসহ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটি ও তৃণমূল পর্যায়ে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ দেওয়া হলো।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রং-বেরঙয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতা নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতা-কর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’

শফিকুল ইসলাম/সালমান/