ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জি এম কাদের

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১১:২২ পিএম
আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।  ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৫ আগস্ট) এক অভিনন্দন বার্তায়, শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে শহিদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আন্দোলনে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেছেন তিনি।

আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের। 

জয়ন্ত সাহা/এমএ/

বাম জোটের দাবি দিবস ১০ সেপ্টেম্বর

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
বাম জোটের দাবি দিবস ১০ সেপ্টেম্বর
বাম গণতান্ত্রিক জোট

বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা, রেশনিং চালু; খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের বিচার, সম্পদ বাজেয়াপ্ত; সংস্কারের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার; গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগামীকাল ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারা দেশে সমাবেশ, মানববন্ধন ও মিছিলের মাধ্যমে দাবি দিবস পালিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

আগামীকালের কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য শরিক সংগঠনের নেতা-কর্মীদের এবং সারা দেশের জেলা-উপজেলা শাখা বাম জোটকে কর্মসূচি সফল করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। 

সালমান/

গণভবন নিয়ে বাংলাদেশ শান্তির দলের ২ প্রস্তাব

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
গণভবন নিয়ে বাংলাদেশ শান্তির দলের ২ প্রস্তাব
বাংলাদেশ শান্তির দল (লোগো)

অন্তর্বর্তী সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন নিয়ে দুটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শান্তির দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ সহিদ। 

তিনি জানান, ২২ একর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের একপাশ থেকে ১২ একর ভূমি আলাদা করে তার মধ্য থেকে ৬ একর ভূমিতে প্রস্তাবিত ‘স্মৃতি জাদুঘর’ এবং অপর ৬ একর ভূমিতে সরকারি খরচে প্রয়োজনীয় সংখ্যক ফ্ল্যাট নির্মাণ করে জুলাই বিপ্লবের শহিদদের পরিবারকে স্থায়ীভাবে মালিকানা বরাদ্দ দেওয়া হোক।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। 

আবদুল্লাহ সহিদ বলেন, ‘জাতীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী দৃষ্টিভঙ্গিতে বিবেচনা প্রসূত হওয়া দরকার। সেক্ষেত্রে জাতীয় স্বার্থকে বিবেচনা করে সবাইকে আরও অধিকতর সুবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই ১২ একর ভূমি বাদে অবশিষ্ট ১০ একর ভূমি সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাখা আবশ্যক।’ উল্লেখিত বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের গণভবনকে ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শান্তির দলের চেয়ারম্যান।

শফিকুল ইসলাম/সালমান/

ভারত পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে : মির্জা ফখরুল

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম
ভারত পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে : মির্জা ফখরুল
মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : খবরের কাগজ

ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে, কীভাবে করছে সেটা তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর প্রধান কারণ ভারত সবসময়ই  ‘প্রভুত্ব’ সুলভ রাজনীতি করে। যেটা ভারতের জন্য শুভ কিছু বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও শুভ হবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।” 

তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের হাত থেকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র-জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। আজকে মহিলাদল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিয়েছে, যে স্বাধীনতা অর্জন করা হয়েছে এই স্বাধীনতাকে সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।’  

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায় ও মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সস্পন্ন করে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দুবার দেখা করেছি। প্রতিবারই আমরা বলেছি, যে সংস্কারগুলো করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরতে এবং সেটার সময় নির্ধারণ করতে। যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সে জন্য আমরা তাকে অনুরোধ করেছি।’ 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়াও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

মিজানুর রহমান/সালমান/

বাংলাদেশ নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না : ফারুক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
বাংলাদেশ নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না : ফারুক
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন জয়নুল আবদিন ফারুক। ছবি : খবরের কাগজ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবেন না, এ দেশের জনগণ এটা মেনে নেবে না।’ 

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘অতীতে কখনো জনগণ মানেনি, এখনো মানবে না। আপনি (রাজনাথ সিং) বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন, সেটা হবে না। এটা শেখ হাসিনার গোলামের সরকার পান নাই। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্র-জনতার গণ-আন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই।’ 

তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করেছে। সেই শেখ হাসিনা আজ আর নেই। ভারতে পালিয়ে গেছেন। তাই আজ আমরা স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারি।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আজ শেখ হাসিনা নাই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ আমাদের ভয় হয়। শেখ হাসিনা ১৬ বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরিব-দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদের শোষণ না করে।’ 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদপ্তর-মন্ত্রণালয়ে স্বপদে বহাল আছে। তারা এখনো থাকে কী করে? অবিলম্বে ব্যবস্থা নিন।’ 

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাঁকাউল প্রমুখ।

শফিকুল ইসলাম/সালমান/

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম
মঞ্জুর আলম ও মো. রুমেল খান

সিলেট নগরীর বনকলা পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ও তার সহযোগী  মো. রুমেল খান। তারা দুজনেই বনকলা পাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনের মধ্যে মঞ্জুর আলমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। রুমেল এখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হামলার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি। 

আহত রুমেল খান বলেন, ‘বিগত সিটি নির্বাচনে আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব ভাইয়ের সমর্থন করে প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলাম এই জন্য আমার ওপর হামলা হয়েছে। রাতে কারেন্ট ছিল না তাই আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন এলাকার বিএনপির দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। তখন তারা বলে আমি কেন আফতাবের সর্মথন করেছি। তাদের হামলায় আমার পিঠ এবং উভয় উরুতে গভীর ক্ষত হয়েছে। এই হামলাকারীরা পরে কাছাকাছি একটি সেলুনে গিয়ে মঞ্জুর ভাইকে বের করে আক্রমণ করে। তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

শাকিলা ববি/জোবাইদা/অমিয়/