ঢাকা ৩১ ভাদ্র ১৪৩১, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বিরোধী দলগুলোর আহ্বান: রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:২০ এএম
বিরোধী দলগুলোর আহ্বান: রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমানবাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে  স্বৈরশাসকের হাত থেকে দেশকে মুক্ত করায় আন্দোলনকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়েছে দলগুলো।

সোমবার (৫ জুলাই) পৃথক বিবৃতিতে শীর্ষ নেতারা এই আহ্বান জানান। 

তারা বলেন, এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, তারা শহিদ। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা শহিদ ও আহত হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

পুনরায় স্বাধীনতা অর্জন করেছি: কর্নেল অলি
বাংলাদেশ লিবারেল পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট  বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ (অব.) বীর বিক্রম বলেন, ‘হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা আজ পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রছাত্রী এবং সাধারণ জনতার। এখন আপনাদের সকলকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। দেশের সম্পদের কোনো রকম ক্ষতিসাধন করা যাবে না।’
তিনি বলেন, সময়ের দাবি এখন একটি সুন্দর জাতীয় সরকার গঠন করা। এই সরকারে কোনো অদক্ষ, দুর্নীতিবাজ, নীতি-নৈতিকতাহীন, দেশদ্রোহী, অবৈধ সরকারের সুবিধাভোগী কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না।

বিশ্ব ইতিহাসে এক স্বর্ণালি ঐতিহ্য: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার সুফল আবারও প্রমাণ করেছে দেশপ্রেমিক ঈমানদার জনতা। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও সর্বস্তরের মানুষের আন্দোলন বিশ্ব ইতিহাসে এক স্বর্ণালি ঐতিহ্য হয়ে থাকবে। এখন সময় নতুন বাংলাদেশ নির্মাণের। ঐক্যবদ্ধভাবে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। 

তিনি বলেন, এই রাষ্ট্র আমাদের। দেশের প্রতিটি সম্পদ আমার আপনার টাকায় গড়া। দেশের ১৮ কোটি মানুষ মিলেই আমরা একটি জাতি। সেজন্য দেশের কোনো সম্পদ যেন নষ্ট না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। সংখ্যালঘু ভাইবোনদের নিরাপত্তা যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।

হেজাফতে ইসলাম: 
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, এখন ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতৃত্ব, আলেম-ওলামা ও জনগণের আস্থাভাজন রাজনীতিবিদদের দূরদর্শী কৌশল ও কর্মপরিকল্পনাসহ এই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই বিজয় সবার। ছাত্রনেতৃত্বকে সতর্ক থাকতে হবে, কোনো আত্মঘাতী ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি বলেন, এমন একটি ন্যায়ভিত্তিক সংবিধান ও সরকারব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে আর কখনো কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম না হয়। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের দালালদেরও বিচার করা হবে। সংখ্যালঘুদের সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

গণহত্যার হুকুমদাতাদের বিচার করতে হবে: জাতীয় মুক্তি কাউন্সিল
ছাত্র গণহত্যার হুকুমদাতা ও জড়িত আওয়ামী মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বৃত্ত কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার করার আহ্বান জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম। তারা বলেন, অবিলম্বে আটক সকল ছাত্র-জনতা ও রাজবন্দির মুক্তি প্রদান এবং সকল মিথ্যা মামলা বাতিল করতে হবে। অবিলম্বে জালিয়াতির নির্বাচনে গঠিত জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।

এই বিজয় ছাত্র-জনতার: খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, আজকে (গতকাল সোমবার) চূড়ান্ত কর্মসূচির মধ্য দিয়ে এ দেশের ছাত্র-জনতার গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট স্বৈরশাসনের অবসান ঘটেছে। এই আন্দোলনসহ বিগত সময়ে যত মানুষ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 

তারা বলেন, এই বিজয় ছাত্র-জনতার। এর মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের শপথ নিতে হবে। ছাত্র-জনতাকে তা পাহারা দিতে হবে। এই বিপ্লব বেহাত হতে দেওয়া যাবে না।

শিবগঞ্জে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ এএম
শিবগঞ্জে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম
গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রামেকে নেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি দিপু (৩৫) এবং একই এলাকার হাউস আলীর ছেলে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন একই ওয়ার্ড বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেলে উপজেলার দূর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে আসছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘স্থানীয়রা দুইজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ খবরের কাগজকে বলেন, ‘কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জহুরুল/ইসরাত চৈতী/

খুলনায় একদিন পিছালো বিএনপির সমাবেশ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ এএম
খুলনায় একদিন পিছালো বিএনপির সমাবেশ
খুলনা বিএনপির অফিস। ছবি: খবরের কাগজ

খুলনায় বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি ঘোষিত আজকের (রবিবার) সমাবেশ ও র‌্যালির কর্মসূচি একদিন পিছানো হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নগরীর জিয়া হল চত্বরে দুপুর আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা গণমাধ্যমকে বলেন, ‘কর্মসূচিতে যেহেতু বিভাগের ১০ জেলা থেকে নেতাকর্মীরা আসবেন এ কারনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তি এড়াতে কর্মসূচি একদিন পিছানো হয়েছে। মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। গণঅভুত্থান পরবর্তী সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। এজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সমাবেশে লক্ষাধিক লোক উপস্থিত হবে।’

মাকসুদ রহমান/ইসরাত চৈতী/

হামলার প্রতিবাদে দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
হামলার প্রতিবাদে দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি : খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা ও সংগঠনটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) নিম্নচাপের প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবারও পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। 

এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহস্রাধিক নেতা-কর্মী। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের নীতি ছিল রক্ত ছড়াও, হত্যা করো। আমরা ভেবেছিলাম গত ৫ আগস্টের পর তাদের ভূত বিতাড়িত হয়েছে। কিন্তু তারা লুকিয়ে থেকে আবার ফিরে এসেছে।’

তিনি অভিযোগ করেন, ‘গোপালগঞ্জে একটি অরাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কাপুরুষের মতো জিলানী ও তার স্ত্রী-সন্তানসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে এবং শওকত আলী দিদারকে হত্যা করেছে।’ 

অবিলম্বে হত্যাকারী ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

সিলেট ব্যুরো, সাতক্ষীরা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ও গোপালগঞ্জ প্রতিনিধিদের খবর

গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের লাশ নিজ বাড়ি ঢাকার জুরাইনে নিয়ে যাওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের স্ত্রী রাবেয়া রহমান ও শ্বশুর হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেছে। জুরাইন কবরস্থানে তার লাশ সমাধিস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

এ ঘটনায় মামলা না হলেও জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আলিমুজ্জামান চৌধুরী (৫০) ও সিজার শেখ (৪২) নামে আটক দুজনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বাড়ি সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায়।

এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে সরাসরি দোষারোপ করলেও তারা সেটি অস্বীকার করেছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে ও শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

আজ সুরমা মার্কেটের সামনে মিছিলে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খান। অন্যদিকে একই সময়ে বন্দরবাজার এলাকার মধুবন মার্কেটের সামনের মিছিলটির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মুর্শেদ।

‘বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ স্বাধীন হয়নি। গোপালীরা স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে নৃশংসভাবে হত্যা করেছে। অবিলম্বে এর বিচার করতে হবে।’ অন্যথায় গোপালগঞ্জ ঘেরাও করার হুঁশিয়ারি দেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। 

শহরের লাবনী মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা।

শনিবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। 

প্রতিবাদ সভা শেষে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। প্রতিবাদ সভায় নেতারা দিদারের হত্যাকারী এবং গাড়িবহরে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি শাস্তির দাবি জানান।

গুরুত্বপূর্ণ সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে : মঈন খান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
গুরুত্বপূর্ণ সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে : মঈন খান
দোয়া মাহফিলে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি : খবরের কাগজ

অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছে। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হন্তান্তরে সময় পর্যন্ত ধৈর্য ধারণে সবাইকে আহ্বান জানাচ্ছি।’ 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও নিহত-আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ সময় নিহত আরিফুল ইসলাম রাব্বী, আব্দুর রহমান, আরমান মোল্লা ও নাহিদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুসহ অন্যরা।

গণতন্ত্র দিবসের সমাবেশের তারিখ পরিবর্তন বিএনপির

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
গণতন্ত্র দিবসের সমাবেশের তারিখ পরিবর্তন বিএনপির
বিএনপি (লোগো)

আগামীকাল ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। এ দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের বিশ্ব গণতন্ত্র দিবস সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করেছে বিএনপি। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই সমাবেশে অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাবেশের আয়োজক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে রবিবার গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনের সমাবেশ স্থগতি করেছে বিএনপি। আগামী ১৭ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বরিবার বিভাগীয় শহরে শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে। নেতা-কর্মীরা তাদের সুবিধামতো সময়ে কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ এবং দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানসহ এ পর্যন্ত নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শফিকুল ইসলাম/সালমান/