বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা ও সংগঠনটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) নিম্নচাপের প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবারও পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহস্রাধিক নেতা-কর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের নীতি ছিল রক্ত ছড়াও, হত্যা করো। আমরা ভেবেছিলাম গত ৫ আগস্টের পর তাদের ভূত বিতাড়িত হয়েছে। কিন্তু তারা লুকিয়ে থেকে আবার ফিরে এসেছে।’
তিনি অভিযোগ করেন, ‘গোপালগঞ্জে একটি অরাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কাপুরুষের মতো জিলানী ও তার স্ত্রী-সন্তানসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে এবং শওকত আলী দিদারকে হত্যা করেছে।’
অবিলম্বে হত্যাকারী ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।
সিলেট ব্যুরো, সাতক্ষীরা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ও গোপালগঞ্জ প্রতিনিধিদের খবর
গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের লাশ নিজ বাড়ি ঢাকার জুরাইনে নিয়ে যাওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের স্ত্রী রাবেয়া রহমান ও শ্বশুর হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেছে। জুরাইন কবরস্থানে তার লাশ সমাধিস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মামলা না হলেও জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আলিমুজ্জামান চৌধুরী (৫০) ও সিজার শেখ (৪২) নামে আটক দুজনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বাড়ি সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায়।
এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে সরাসরি দোষারোপ করলেও তারা সেটি অস্বীকার করেছেন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে ও শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
আজ সুরমা মার্কেটের সামনে মিছিলে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খান। অন্যদিকে একই সময়ে বন্দরবাজার এলাকার মধুবন মার্কেটের সামনের মিছিলটির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মুর্শেদ।
‘বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ স্বাধীন হয়নি। গোপালীরা স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে নৃশংসভাবে হত্যা করেছে। অবিলম্বে এর বিচার করতে হবে।’ অন্যথায় গোপালগঞ্জ ঘেরাও করার হুঁশিয়ারি দেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।
শহরের লাবনী মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা।
শনিবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
প্রতিবাদ সভা শেষে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। প্রতিবাদ সভায় নেতারা দিদারের হত্যাকারী এবং গাড়িবহরে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি শাস্তির দাবি জানান।