দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, ছাত্র, পুলিশ, সাধারণ মানুষসহ সব হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা জানান, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত যাওয়ার পর থেকে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, ছাত্র, পুলিশ এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মানুষের বাসাবাড়িতে রাতভর ডাকাতি-দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা বর্বরোচিত এসব হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসব ঘটনার বিচার চেয়ে বিবৃতিতে নেতারা বলেন, ‘দেশের বিভিন্ন কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় শ্রমিকদের পুড়িয়ে হত্যা করে সব মালামাল ও যন্ত্রপাতি লুটপাট করা হয়েছে। যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী ন্যক্কারজনক ঘটনাকে হার মানিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে মানবতাবিরোধী দুর্বৃত্তরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে। হুমকি, হত্যা, নির্যাতন, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগসহ নানাবিধ অত্যাচারে দিশেহারা মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে যাচ্ছে। আমরা এসব অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’