১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে জনগণ প্রতিরোধ করবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, শেখ হাসিনার পতন ভারত সরকার মেনে নিতে পারছে না। তবে শেখ হাসিনা দিল্লি বসে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। ভাড়াটিয়া সন্ত্রাসী, চোর-ডাকাত ও উগ্র-হিন্দুত্ববাদের মাধ্যমে বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায়।
বুধবার (১৪ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে ‘বিশ্ব আলেমাদ্বীন, ইসলামি চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণে’ এক দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুব জাগপা।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টিকারী রাজনৈতিক দল। তাদের (আওয়ামী লীগের) হাতে ছাত্র -শিক্ষক, কৃষক -শ্রমিক, আলেম ও সংখ্যালঘু কেউ নিরাপদ নয়। সুতরাং আওয়ামী লীগের শাসনামলে পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে গণহত্যা ও গুম-খুনসহ সব হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত।
শেখ হাসিনার আমলে কারান্তরীণ অবস্থায় নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদী’র মৃত্যু হয়েছে দাবি করে তিনি বলেন, সাঈদী হত্যার বিচার চাই। তার রেখে যাওয়া ইসলামী চেতনার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা নেতা আবুল কালাম আজাদ, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন যুব জাগপা নেতা জনি নন্দী, মিজানুর রহমান, পাভেল হোসেন, রাজু শেখ, মাহফুজুর রহমান প্রমূখ।
শফিকুল ইসলাম/এমএ/