ছাত্র-জনতার আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা তুলে ধরা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে ১২-দলীয় জোটের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব দাবি জানান তারা।
বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৫ বছর যাবৎ জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরশাসকের অবসান ঘটেছে। ছাত্র-জনতার হাজার প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশ গড়ার কাজে জামায়াতসহ ১২-দলীয় জোট, আলেম সমাজের কী ভূমিকা হওয়া উচিত সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের এ আলোচনা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, ছাত্র-জনতার সুদৃঢ় ঐক্য যেকোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত মোকাবিলা করতে পারবে।’
১২-দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘জাতির এই ক্রান্তিকালে আমরা জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে তাদের দপ্তরে এসে মতবিনিময় করেছি। জাতীয় জীবনে বিরাজমান সংকটে একটি ধাপ আমরা অতিক্রম করেছি কিন্তু বাকি অনেক সমস্যা রয়ে গেছে। এ সংকট মোকাবিলা করার জন্য আগামী দিনে একসঙ্গে কীভাবে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’
বৈঠক সূত্রমতে, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন, সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা, প্রতিটি সেক্টরে আইনের শাসন ও সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন নেতারা। বিগত ফ্যাসিবাদী সরকারের কর্তাব্যক্তিরা, দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা দেশে যে নৈরাজ্যকর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিগত সরকারের অপকর্মের মদদদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।
অন্যদিকে ১২-দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারসহ বৈঠকে অংশ নেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মঈন মোহাম্মদ ফারুক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রাকিব, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান প্রমুখ।
শফিকুল ইসলাম/সালমান/