বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিপ্লব কিন্তু শেষ হয় নাই, থমকে আছে।’
রবিবার (২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ নেতারা উপস্থিত ছিলেন।
হাফিজ বলেন, ‘আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা ও গুম করেছেন তারা বহাল তবিয়তে আছেন। প্রতিটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণিত স্থান দেখানোর, কীভাবে নিরীহ মানুষকে তারা অত্যাচার-নির্যাতন-হত্যা করেছেন।’
সেনাপ্রধানকে উদ্দেশ করে মেজর হাফিজ বলেন, ‘সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, যাতে তাদের আচরণ দেখে মনে না হয়, তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন। অবিলম্বে যে ৪৮৭ জন সেখানে আশ্রয় নিয়েছেন, তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কী আছে, বিপ্লব সফল করতে হলে এ দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন, দুঃসময়ে নিশ্চুপ থাকেন। আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ান।’
বৈষম্যবিরোধী ছাত্রসমাজের উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, ‘বিজয়ের আনন্দে আত্মহারা হবেন না। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবেন। সুতরাং আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা রাজপথে থাকুন। যেকোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব।’
সবুজ/এমএ/