পিছুটান নয় বরং ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় ও জালিম সরকারের পতনের পর সৎভাবে ব্যবসা করার সব প্রতিবন্ধকতা দূর হয়েছে। এক্ষেত্রে দেশের ব্যবসায়ী সমাজকে উদার ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির পুনর্গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের রাখতে হবে ঐতিহাসিক ভূমিকা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় ব্যবসায়িদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মিরপুরের গ্রান্ড প্রিন্স হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিজয় সংরক্ষণ এবং নতুন বাংলাদেশের পুনর্গঠনে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বলেন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মজলিসে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, আব্দুল মতিন খান ও ডা. আহসান হাবিব, ব্যবসায়িদের মধ্যে কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, বনানী ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, ইঞ্জিনিয়ার লি.-এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, শ্যামল বাংলার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, রোজ ভ্যালির ডিরেক্টর শফিকুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ি আব্দুস সালাম, আকবর হোসেন ও জালাল আহমেদ প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে টেকসই ও অর্থবহ করতে এবং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বিজয়ী করতে দেশের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। জবাবদিহির অনুভূতি নিয়ে এবং দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে ব্যবসায়িদের ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।
তিনি বলেন, ব্যবসায়িরাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু বিগত স্বৈরশাসকের আমলে ব্যবসায়িরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেননি। সরকারি দল ও তার অঙ্গ সংগঠনের চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ প্রভাব দেশের ব্যবসায়ী সমাজকে রীতিমত বিপর্যস্ত করে তোলে। কালো টাকা ও অবৈধ অর্থের প্রভাবে দেশের ব্যবসায়ী সেক্টরে রীতিমত নৈরাজ্য দেখা দেয়।
মোহাম্মদপুর জোনে সদস্য (রুকন) সম্মেলন
জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর জোনের উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মোহাম্মদপুর জোনের পরিচালক জিয়াউল হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন শুরা সদস্য ড. আবুল ইহসান, মোহাম্মপুর পূর্ব থানা আমীর ডা. মশিউর রহমান, শেরে বাংলানগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজম, মোহাম্মদপুর মধ্য থানা আমীর মশিউর রহমান, মোহাম্মদপুর উত্তর থানা আমীর মনিরুজ্জামান শামীম, মোহাম্মদপুর পূর্ব থানা সেক্রেটারি আনিসুর রহমান, শেরে বাংলানগর উত্তর থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হালিম ও মোহাম্মদপুর মধ্য থানা সেক্রেটারি এমরান আলী প্রমুখ।
শফিকুল ইসলাম/এমএ/