বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে স্থায়ী রূপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কার তো করতেই হবে। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।’
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৬ দিন চিকিৎসা শেষে রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম।
অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তাই জনগণের উচিত সরকারকে সহযোগিতা ও সমর্থন দেওয়া। বিশেষ করে দেশের অর্থনীতি সচল রাখার জন্য গার্মেন্টস সেক্টরের সবাইকে সহযোগিতা করতে হবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের যে লক্ষ্য তা ধরে রাখতে হবে।’
বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, ‘ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু তথ্য উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। আমি মনে করি, বিপ্লবের পর একটা সমস্যা থাকে। দ্রতই সমস্যা সমাধানও হবে।’
এর আগে গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।
শফিকুল ইসলাম/সালমান/