সিলেট নগরীর বনকলা পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন নগরীর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ও তার সহযোগী মো. রুমেল খান। তারা দুজনেই বনকলা পাড়া এলাকার বাসিন্দা।
সোমবার (৯ সেপ্টেম্বর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনের মধ্যে মঞ্জুর আলমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। রুমেল এখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হামলার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।
আহত রুমেল খান বলেন, ‘বিগত সিটি নির্বাচনে আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব ভাইয়ের সমর্থন করে প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলাম এই জন্য আমার ওপর হামলা হয়েছে। রাতে কারেন্ট ছিল না তাই আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন এলাকার বিএনপির দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। তখন তারা বলে আমি কেন আফতাবের সর্মথন করেছি। তাদের হামলায় আমার পিঠ এবং উভয় উরুতে গভীর ক্ষত হয়েছে। এই হামলাকারীরা পরে কাছাকাছি একটি সেলুনে গিয়ে মঞ্জুর ভাইকে বের করে আক্রমণ করে। তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
শাকিলা ববি/জোবাইদা/অমিয়/