রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের রূপরেখাসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাম জোটের ‘দাবি দিবস’ উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এসব দাবি জানান।
জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সব হত্যাকাণ্ডের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রেশনিং চালু, খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধার, দুর্নীতিবাজ-ঋণখেলাপি-অর্থ পাচারকারীদের সম্পদ বাজেয়াপ্ত ও বিচার এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিও জানান।
বাম নেতারা বলেন, ‘প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ সবখানেই সংস্কার প্রয়োজন। কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে এবং জবাবদিহির ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। এক দখলবাজের পরিবর্তে আর এক দখলবাজ নয়; সাম্প্রদায়িক হামলা ও নিপীড়নও আমরা চাই না।’
তারা বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট, দেশের টাকা পাচার, দিনের ভোট রাতে নয়- এটাই দেশের গণমানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখা হাজির করতে হবে। ফ্যাসিবাদী শাসক উচ্ছেদের পর এখন ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ প্রয়োজন। দুর্নীতির দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারই যথেষ্ট নয়, দুর্নীতি এবং পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে।’
বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক ও বাসদের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবির সভাপতি মো. শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।