৭ নভেম্বর বিএনপি ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বাগেরহাট, নড়াইল, জামালপুর, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, জয়পুরহাট ও বরগুনা জেলায় দিবসটি পালন করে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
গোপালগঞ্জ: র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে প্রথমবারের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের কোর্ট এলাকা থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম: চট্টগ্রামে মহানগর ও জেলা, উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশাল র্যালি ও বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। নগরে ও প্রত্যেক উপজেলা সদরে র্যালি বের করে বিএনপির অঙ্গসংগঠন। গতকাল দিবসটি উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
ফরিদপুর: ফরিদপুরে দিবসটি উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সদরের গোল পুকুর ড্রিমে গিয়ে শেষ হয়।
মুন্সীগঞ্জ: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে দিবসটি পালিত হয়েছে। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এরপর সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাগেরহাট: বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বেলা ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়।
নড়াইল: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে দিবসটি পালিত হয়েছে। বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, শাহীন উল্লাহ মোহন, যুগ্ম সম্পাদক আলী হাসান প্রমুখ।
জামালপুর: জামালপুরেও দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে সমাবেশ ও র্যালির আয়োজন করে জেলা বিএনপি। শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ: র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে দিবসটি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। দুপুরে পৌরপার্ক থেকে র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ঝিনাইদহ: দিবসটি উপলক্ষে ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, পাড়া ও মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নেতা-কর্মীরা জড়ো হন।
মাগুরা: মাগুরায় দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে শহরের নোমানী ময়দান থেকে জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি শেষে বিএনপি নেতা মনোয়ার হোসেন খান বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা ফাসিস্টমুক্ত হয়েছি। এখন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দাবি পূরণ করুন।’
জয়পুরহাট: জয়পুরহাটে দিবসটি উপলক্ষে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা ১২টার দিকে শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভার পর র্যালি বের করা হয়।
বরগুনা: র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় দিবসটি পালিত হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।