সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অসভ্য, বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আসিফ নজরুলের সঙ্গে এই শিষ্টাচারবহির্ভূত, অসভ্য আচরণের মধ্য দিয়ে আরও একবার আওয়ামী লীগের স্বৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসন আওয়ামী লীগকে একটি বর্বর, ফ্যাসিস্ট দলে পরিণত করেছে। আওয়ামী শাসনামলের লুটপাটের সহযোগীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা সরকার এবং দেশের জনগণের মনোবলে আঘাত করতে চাইছে। জেনেভায় রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আওয়ামী পান্ডাদের এই আচরণ তারই প্রতিফলন।’
তিনি বলেন, সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে হবে। যাতে পতিত স্বৈরাচারের দোসররা ভবিষ্যতে এ ধরনের বর্বর আচরণ করার সাহস না পায়। একই সঙ্গে রাষ্ট্রীয় সফরে অতিথিদের যথাযথ প্রটোকল ও নিরাপত্তার ক্ষেত্রে বিদেশি মিশনগুলোকে আরও সতর্ক হতে হবে।
এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। গতকাল সন্ধ্যায় আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। এরপর তা পল্টন মোড়-প্রেসক্লাব হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা নানা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। হেনস্তাকারী সবার পাসপোর্ট বাতিল করতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ মিশনে কর্মরত ফ্যাসিবাদের দোসররাও এর সঙ্গে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।