বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম ঘোষণা করা হয়েছে।
সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর নেতৃত্বে এ নতুন সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পরামর্শে এই কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেই এই টিমের কাজ হবে।
আবু হোরায়রা বলেন, ‘দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ভূমিকা সুদৃঢ় করতে এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের মতামত ও ভাবনা শোনা হবে। আগামী দিনে তাদের মতামত বাস্তবায়নে অংশীদার করতে এই টিম কার্যকর ভূমিকা পালন করবে।’
সার্বিকভাবে মনিটরিং দায়িত্বে রয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র-সহ সভাপতি, মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন।
শফিকুল ইসলাম/সাদিয়া নাহার/