বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সমাজ গড়তে এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াযযাম হোসাইন হেলাল।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নবনির্বাচিত আমিরের শপথ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভোলার আদর্শ একাডেমি মাঠে জেলার আমির জাকির হোসাইনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য কেন্দ্রীয় মজলিশ উস শূরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির, ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুল করিম।
এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জালিম সরকারের পতনের ইতিহাস পৃথিবীর বুকে নজির হিসেবে লেখা থাকবে। এই বিজয়কে স্থায়ী করে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো মানুষের দল ছিল না। এটি মাস্তানি, চাঁদাবাজি আর মানুষের অধিকার হরণের দলে পরিণত হয়েছিল। কিন্তু বাংলাদেশে জামায়াতের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েছে। আগামী দিনে জনগণের ভোটের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জামায়াতে ইসলামীর অনেক অবদান রয়েছে বলে তিনি যোগ করেন।
আর কোনো দিন এই স্বৈরাচার যেন দেশে আসতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে ২০২৫-২৬ সেশনের আমির হিসেবে শপথ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস উস শূরার সদস্য মাস্টার মো. জাকির হোসাইন।
জেলা আমিরের শপথের পর নবনির্বাচিত আমিরের তত্ত্বাবধানে রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা শূরাহ সদস্য নির্বাচন করা হয়।
তাওফিক/অমিয়/