দেশে গণতান্ত্রিক কাঠামো ও নির্বাচনি ব্যবস্থার প্রসঙ্গ যারা আড়াল করতে চান, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক ফোরামের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
জাতীয় নাগরিক ফোরামের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব তোফায়েল আহমেদ কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দোলা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমিন্দ দাস অপু, কৃষক দল নেতা এসকে সাদী,এস এম মিজানুর রহমান,কালাম ফরাজী।
শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা গণতন্ত্র নির্বাচন এগুলো আড়াল করতে চায় তারা পক্ষান্তরে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে। চারিদিকে এক ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তৈরি থাকতে হবে।’
বিএনপির নেতাককর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই সরকারকে সহযোগিতা করছি। এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত আমাদেরকে তৈরি থাকতে হবে।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করার পরে এদেশের জনগণ এখন সফল হয়েছে। তবে যতদিন না মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবো না ততদিন পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়েছে এটা বলা যাবে না।’
আয়োজনের প্রধান আলোচক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আজ ১০ ডিসেম্বর, শহিদ নূর হোসেন দিবস। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নূর হোসেন ছিল একটি জীবন্ত পোস্টার। আজ পতিত স্বৈরাচারের কেউ যদি তাণ্ডব সৃষ্টি করে তা প্রতিহত করতে হবে।’
জয়ন্ত সাহা/এমএ/