দুই সাবেক মন্ত্রী শাজাহান খান ও রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এ ছাড়া পৃথক মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদকে (মেহেদী) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার পৃথক মামলায় ঢাকার দুইটি আদালত এসব আদেশ দেন।
এ ছাড়াও চট্টগ্রামে সাবেক এমপি ফজলে করিমকে ৩ দিন, টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ১৫ দিন এবং কুমিল্লায় সাবেক আইজিপি শহীদুল হক, সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন তিনটি আদালত।
আদালত সূত্র জানায়, যুবলীগ নেতা শামীমকে হত্যার অভিযোগে করা মামলায় গতকাল শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত।
এর আগে তাদের আদালতে হাজির করে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গতকাল আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন একই আদালত।
এ ছাড়া রাজধানীর মিরপুরে দুই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত।
এদিকে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলমগীর হোসেন (৩৪) নামে এক বাস চালক। এ মামলায় গতকাল মমতাজ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।
এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় এদিন রিমান্ড শুনানি হয়নি।
সাবেক এমপি ফজলে করিমের ৩ দিনের রিমান্ড
অস্ত্র মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন বলেন, রাউজান থানার অস্ত্র মামলায় ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, রাউজান উপজেলার গহিরায় গত ২৫ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি থেকে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকিগুলো অবৈধ অস্ত্র। এ ঘটনায় রাউজান থানায় মামলা হয়।
সাবেক মন্ত্রী রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থীকে হত্যা এবং ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা তিন মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।
এর আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলের দিকে রাজ্জাককে আদালতে নেওয়ার সময় তারা ডিম ছুড়ে মারে।
টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, আজকে (সোমবার) তিনটি মামলায় আব্দুর রাজ্জাককে ১৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগস্ট হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা ও অপর দুটি হলো মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা।
সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ২ দিনের রিমান্ড
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় শহীদুল হক, গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামের এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এই আদেশ দেন। সেলিম কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও মামলার বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে ৫ আগস্ট অভ্যুত্থানের পর গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় ১৯০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।