বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়াচ্ছে, আসলে তাদের উদ্দেশ্য বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সর্তক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর পল্লবীতে বড় মসজিদের সামনের সড়কে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উল্লেখ করে আমিনুল হক বলেন, আমাদের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই-বোনেরা সবাই বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে যত মামলা হামলা হয়েছে, সেটা আওয়ামী লীগই করেছিল। বিএনপি কখনোই জড়িত ছিল না। এটা ইতিমধ্যে প্রমানিত হয়েছে।
সাধারন জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা হবে মন্তব্য করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো বিএনপিতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।
পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ও মোকসেদুর রহমান আবিরের সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।
শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/