বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা কী জিনিস তা বোঝার জন্য ভারতের কোনো রাজ্যে শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী করা হোক। এতে তাকে পুরোপুরি চিনতে পারবে সমস্ত ভারতবাসী।
তিনি দাবি করেন, শেখ হাসিনাকে ভারতের যে কোনো রাজ্যে অন্তত একবারের জন্য মুখ্যমন্ত্রী করা হলে ভারত সরকারকেও শেখ হাসিনা শেখাতে পারবে দিনের ভোট কীভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কীভাবে নির্বাচন করে জিততে হয় এবং ভোটবিহীন সরকার গঠনের পর ফ্যাসিজম প্রতিষ্ঠা করে কীভাবে রাষ্ট্র শাসন করতে হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করে এখন স্বাধীন জীবন-যাপন করছে দাবি করে তিনি বলেন, এদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে সুখে আছে অথচ ভারতের কিছু মানুষ শেখ হাসিনার পতনে মনঃক্ষুণ্ন।
তিনি বলেন, বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষ শেখ হাসিনাকে চিনলেও ভারতের অনেক সচেতন ও বিবেকবান ব্যক্তি এমনকি সরকারের কিছু অংশও শেখ হাসিনাকে পুরোপুরি চেনে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের আপামর জনগণ নিজেদের বাক স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই আন্দোলনে হাজারও জীবন দিয়ে ও পঙ্গুত্ব বরণ করে পতন ঘটিয়েছে। বাংলাদেশে তার আর শাসকের চেয়ারে বসা বা রাজনীতির সুযোগ কেউ দিবে না দাবি করেন তিনি।
দুলু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। ভারতের কতিপয় মিডিয়াকে টাকায় ম্যানেজ করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে।
ওই জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলমসহ আরও অনেকে।
কামাল মৃধা/মাহফুজ/এমএ/