
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে আওয়ামী লীগ স্বয়ংক্রিয়ভাবে পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে গত পাঁচ মাসে এই সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অবিলম্বে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনায় ক্ষমতাচ্যূত আওয়ামী লীগের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘অতীতে যারা সরকার গঠন করেছে তারাই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। সরকারকে বলবো আপনারা ব্যর্থ হইয়েন না। সকল রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের শক্তিকে নিয়ে বসুন, আলাপ-আলোচনার মাধ্যমে রোডম্যাপ প্রকাশ করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি করার ফলাফল ভাল হবে না। কারণ আওয়ামী লীগ পুনরায় ভয়ংকররূপে ফেরার পাঁয়তারা করছে। অথচ অনেকেই ভাগ-বাঁটোয়ারা আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগের ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে একমত হতে হবে। এখনকার ছাত্র নেতাদের কর্মকাণ্ড কলঙ্কিত হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে।'
এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, ‘এই সরকার ক্রমশ জনআকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে। একইসঙ্গে যারা আন্দোলন করেছে সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগকে দেশে ফেরাতে অনেক আন্তর্জতিক সম্প্রদায় কাজ করছে। ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্তির জন্য আমরা এবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছি৷ অন্তর্বর্তী সরকার নিয়ে রাজনৈতিক দল ও সরকার মুখোমুখি অবস্থানে। এই বিভাজনেই দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে। আমি মনে করি জাতীয় সরকার ছাড়া কোন ভাবেই সংষ্কার সম্ভব নয়। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় বসাতে চায় না। জাতীয় সরকার গঠনের বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন তারা জাতীয় সরকার চেয়েছিল তবে বিএনপি জাতীয় সরকার চায় না। তবে আমরা প্রথম থেকেই জাতীয় সরকার গঠনের বিষয়ে বলে এসেছি। কারণ গেলো পাঁচ মাসে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংকট সমাধানে অবিলম্বে এই উপদেষ্টা পরিষদ পুর্নগঠন করে জাতীয় সরকার গঠনের আহ্বান জানাই।’
আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডা. জাফর মাহমুদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান।
এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. শামসুল আলম প্রমুখ।
এলিস/মেহেদী/