
অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধ করতে না পারলে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণের পথেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারেন, তাহলে গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব দিতেও ব্যর্থ হবেন।’
গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতে না পারলে সরকারের সফলতা প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে জন-আস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর এ রকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দেশে ‘উস্কানি সৃষ্টির প্রয়াস’ বলেও মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনার উসকানির ফাঁদে জড়িয়ে পড়লে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে। অন্যদিকে গণ-অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।’
ছাত্র-জনতাকে নাশকতার পথ পরিহারের আহ্বান জানিয়ে প্রবীণ এই বাম নেতা বলেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবিলায় ছাত্র-জনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে।’
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মো. সালাউদ্দিন মিয়াসহ আরও অনেকে।
জয়ন্ত সাহা/মাহফুজ