ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

অরাজকতা প্রতিরোধ না করলে গণতান্ত্রিক উত্তরণে ব্যর্থ হবেন: সাইফুল হক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অরাজকতা প্রতিরোধ না করলে গণতান্ত্রিক উত্তরণে ব্যর্থ হবেন: সাইফুল হক
ছবি: সংগৃহীত

অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধ করতে না পারলে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণের পথেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।
 
এ সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারেন, তাহলে গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব দিতেও ব্যর্থ হবেন।’ 
গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতে না পারলে সরকারের সফলতা প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

সাইফুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে জন-আস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর এ রকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে।’ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দেশে ‘উস্কানি সৃষ্টির প্রয়াস’ বলেও মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনার  উসকানির ফাঁদে জড়িয়ে পড়লে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে। অন্যদিকে গণ-অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।’

ছাত্র-জনতাকে নাশকতার পথ পরিহারের আহ্বান জানিয়ে প্রবীণ এই বাম নেতা বলেন, ‘পতিত  আওয়ামী ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবিলায় ছাত্র-জনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে।’

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,  মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মো. সালাউদ্দিন মিয়াসহ আরও অনেকে।

জয়ন্ত সাহা/মাহফুজ

হাছান মাহমুদ-নওফেলসহ ৩৫২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
হাছান মাহমুদ-নওফেলসহ ৩৫২ জনের বিরুদ্ধে মামলা
মামলা

চট্টগ্রামের চান্দগাঁও থানায় সাবেক মন্ত্রী, এমপি, মেয়রসহ ৩৫২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নগরের চান্দগাঁও থানায় এজাজ খান নামে একজন বাদী হয়ে মামলাটি করেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (১৫ মার্চ) সকালে। 

এজাজ খান আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা। ওই শিক্ষার্থী আন্দোলনে গুলিতে আহত হয়েছিলেন। তাদের বাড়ি নগরের বন্দর থানার জাফরখান পাড়ার। 

এ মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু এবং যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে তার ছেলে ইয়াস শরীফ খানকে (১৬) গুরুতর জখম করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। বর্তমানে তার ছেলে ঢাকার সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় আছে।

জোবাইদা/

স্বাধীনতার ৫৪ বছরেও নারী-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি: মান্না

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম
স্বাধীনতার ৫৪ বছরেও নারী-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

‘স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আমাদের দেশের নারী, কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আছিয়ার মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা নিজেদের ক্ষমতার লোভে সমাজকে, দেশকে দুর্বৃত্তায়িত করেছি। ৫ আগস্টের পর আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের। কেউ কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা। দেশ তো আর নতুন করে স্বাধীন হয়নি, নতুন নামে নতুন দেশ হয়নি।’

শুক্রবার (১৪ মার্চ) উত্তরা কমিউনিটি সেন্টারে ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আয়োজন করে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর। 

মান্না বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর তো লাগবে। এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে, বলতে পারেন? আবেগে অনেক কিছু বলা যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না।’ মান্না আরও বলেন, ‘গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবেন না, থাকতেও পারবেন না। কেউ যদি মনে করেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে; নির্বাচন পিছিয়ে দিয়ে তো সেটা ঠেকাতে পারবেন না। সেটা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সেই লড়াই জারি রাখতে হবে।’ 

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সংগঠক মাহবুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ডাকসুর সাবেক জিএস মোস্তাক আহমেদ, আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চ ও অন্য রাজনৈতিক দলের নেতারা।ৃ

প্রায় এক দশক পর শাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১০ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম
প্রায় এক দশক পর শাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
শাবিপ্রবিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের ৭৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২০১৬ সালে শাবিপ্রবি ছাত্রদলের সর্বশেষ ১৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় ৯ বছর পর ঘোষিত নতুন কমিটিতে ৭৬ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. সোহাগ, সৈয়দ উসামা ইব্রাহীম, মো. জসিম উদ্দিন লস্কর, শাহ পরান, মো. মাহির আসিফ, আল সোয়াইবি, মো. সাঈদ আল নাঈম, মার্জিয়া সুলতানা পিংকি, শরিফ আহমেদ, মো. আহাদ রহমান, মো. ইমন হোসেন এলিম। 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- নাজমুস সাকিব, মারুফ বিল্লাহ, মো. জহিরুল ইসলাম, মো. রাহাত হোসেন, আফফান, মিঠু সরকার, মো. মোস্তাকিন ইসলাম, মো. জুনায়েদ হাসান, মো. আল আমিন, ফাহাদ খান, মোহাম্মদ সোহানুর রহমান, মো. আরফান উদ্দীন, মো. জুলফিকার রহমান, মো. জাবির, হারুন অর রশিদ রাসেল, তাজুল ইসলাম, খলিলুর রহমান চাঁদ, মোহাম্মদ আশিক। 

সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান, নূর আলম রাজিব, জামিল সাজ্জাদ, আবু আফসার মোজাম্মেল, মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, এস এম সাখাওয়াত শাকিব নিলয়, সোহান শাহ, মো. মেহেদী হাসান, মো. শরীফ মিয়া, মোস্তাক আহমেদ, মো. মোবিন সিদ্দিক।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আদনান আহমেদ মোহনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন নাছিমুল হুদা খুররম, শেফায়তুল ইসলাম, ফাহিম আবিদ সৌমিক, রাকিব মিয়া, মো. মাহফুজ মিয়া, আবুল হাসানাত, কাজী তানভির রহমান, হৃদয় হাসান, আল মামুন, মারুফ সাকলিন।

এ ছাড়া দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন- শামসুজ্জামান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক মো. তারেক রহমান, প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রীবিষয়ক সম্পাদক রিমকাতুল রাশেদ অথৈ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় মিয়া। সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দীন, সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, আন্তর্জাতিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, অর্থ সম্পাদক তারেক রহমান, সহ-অর্থ সম্পাদক মো. কাফি কাওসার, নাট্যবিষয়ক সম্পাদক মো. খালিদ হাসান কনক, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন সাকিব, মানবাধিকার সম্পাদক আছিফ মাহবুব ওহি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন অপি, যোগাযোগ সম্পাদক মো. হাছিবুর রহমান, আইন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল নিয়ন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুনতাসির মামুন শুভ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন, পাঠাগার সম্পাদক এস এম জিয়াদ জুবাইরী।

নতুন কমিটি ঘোষণার পর শাবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসফাক/তাওফিক/

নাটোরে ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:১১ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০১:১৩ পিএম
নাটোরে ছাত্রদল নেতাকে অব্যাহতি
ছবি: খবরের কাগজ

নাটোরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিজানুর রহমান নামে এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া মিজানুর রহমান নলডাঙ্গা পৌর ছাত্রদল শাখার আহ্বায়ক ও নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের আবু তালেবের ছেলে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. মিজানুর রহমানকে অব্যাহতি করা হলো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের মিজানুর রহমানের সঙ্গে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কামাল/মেহেদী/

অন্তর্বর্তী সরকারের ভিতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে: ব্যারিস্টার খোকন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:১৮ পিএম
অন্তর্বর্তী সরকারের ভিতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে: ব্যারিস্টার খোকন
সমাবেশে কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: খবরের কাগজ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতর আওয়ামী লীগের ‘ভূত’ ঢুকেছে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতো তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায় এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দেওয়ার বিরোধী।

শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, ‘এরা চায় আওয়ামী লীগ যেভাবে বিনা ভোটে ক্ষমতায় ছিল, তেমনি তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকবে এবং দেশের সম্পদ লুটপাট করবে। কিন্তু জনগণ তা বরদাস্ত করবে না।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে খোকন বলেন, ‘ছয় মাস পার হলেও এখনো নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি, এটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা।’

বিএনপি সব সময় সাধারণ মানুষের পক্ষে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি ১৬ বছর ধরে নির্যাতন, হত্যা, গুম, খুন সত্ত্বেও দমেনি। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কিছু মহল বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’

তিনি আরও জানান, আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচন হলে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও প্রার্থী দেবে, যা তাদের জন্য চ্যালেঞ্জ হবে।

এদিনের অনুষ্ঠানে ২০০ জন নির্যাতিত বিএনপি নেতা-কর্মীর মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মামুন অর্থায়ন করেন।

মজনু/তাওফিক/