ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

৭৫ সদস্যের প্রবাসী কমিটি গঠন নাগরিক কমিটির

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
৭৫ সদস্যের প্রবাসী কমিটি গঠন নাগরিক কমিটির
জাতীয় নাগরিক কমিটি

দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করতে ৩০ দেশে অবস্থানরত ৭৫ জনকে নিয়ে প্রবাসী কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মাধ্যমে তারা দেড় কোটি প্রবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরো সার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। তাদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।’

প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রবাসীদের মধ্যে ‘রিভার্স ব্রেন ড্রেন’ নিয়ে একটি আন্দোলন শুরু করার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘আমি ২২ বছর পর আমার মাতৃভূমিতে ফিরে এসেছি। আমি বিশ্বাস করি এখন দেশের জন্য কিছু করার সময়। আমি চাই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাবেন। বাংলাদেশ ২.০ গড়ার পথে এটি একটি অপরিহার্য পদক্ষেপ।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যরা হলেন: আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব প্রমুখ।

নাটোরে ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:১১ এএম
নাটোরে ছাত্রদল নেতাকে অব্যাহতি
ছবি: খবরের কাগজ

নাটোরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিজানুর রহমান নামে এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া মিজানুর রহমান নলডাঙ্গা পৌর ছাত্রদল শাখার আহ্বায়ক ও নলডাঙ্গা পৌরসভার ৩নং ওর্য়াডের আবু তালেবের ছেলে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. মিজানুর রহমানকে অব্যাহতি করা হলো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের মিজানুর রহমানের সঙ্গে কোন রূপ সাংগঠনিক সর্ম্পক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কামাল/মেহেদী/

অন্তর্বর্তী সরকারের ভিতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে: ব্যারিস্টার খোকন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
অন্তর্বর্তী সরকারের ভিতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে: ব্যারিস্টার খোকন
সমাবেশে কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: খবরের কাগজ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতর আওয়ামী লীগের ‘ভূত’ ঢুকেছে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতো তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায় এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দেওয়ার বিরোধী।

শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, ‘এরা চায় আওয়ামী লীগ যেভাবে বিনা ভোটে ক্ষমতায় ছিল, তেমনি তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকবে এবং দেশের সম্পদ লুটপাট করবে। কিন্তু জনগণ তা বরদাস্ত করবে না।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে খোকন বলেন, ‘ছয় মাস পার হলেও এখনও নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি, এটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা।’

বিএনপি সব সময় সাধারণ মানুষের পক্ষে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি ১৬ বছর ধরে নির্যাতন, হত্যা, গুম, খুন সত্ত্বেও দমেনি। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কিছু মহল বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’

তিনি আরও জানান, আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচন হলে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও প্রার্থী দেবে, যা তাদের জন্য চ্যালেঞ্জ হবে।

এদিনের অনুষ্ঠানে ২০০ জন নির্যাতিত বিএনপি নেতা-কর্মীর মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মামুন অর্থায়ন করেন।

মজনু/তাওফিক/ 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:৫০ পিএম
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক করবে বিএনপি। শনিবার (১৫ মার্চ) দুপুর একটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ মার্চ)) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।

শফিকুল ইসলাম/এমএ/

ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে কেউ ক্ষতি করতে পারবে না: আমিনুল হক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম
ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে কেউ ক্ষতি করতে পারবে না: আমিনুল হক
মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ ও এমডিসি মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা সকলে একসঙ্গে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি তাহলে কোনো ষড়যন্ত্রকারী দেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ ও এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং পল্লবীতে স্বেচ্ছাসেবকদলের আয়োজনে স্থানীয় সুশীল সমাজের জন্য ইফতার ও দোয়ায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই মন্তব্য করে আমিনুল হক বলেন,স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেই স্বস্তির নিঃশ্বাসে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন সুন্দর একটি সমাজ গড়ার। সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ার। 

এসময় তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব।

এসময় বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আমরা দেখেছি স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের ওপরে প্রভাব বিস্তার করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল। 

এসময় তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার তার ১৫টা বছরের শাসনামলে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসেছিল। ১৭ বছর ধরে আমাদের আন্দোলনের ফসল হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। 

এছাড়াও খিলক্ষেত থানার ৪৩নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল, পল্লবীতে আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসা ইফতার মাহফিল এবং পল্লবী রুপনগরে দুইটি ইফতার বিতরণ কর্মসূচিতেও অংশ নেন আমিনুল হক।

মাহফুজ/

শিশু আছিয়ার মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:২১ পিএম
শিশু আছিয়ার মৃত্যুতে তারেক রহমানের শোক
বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে শুক্রবার (১৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, ‘এ ঘটনায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

তিনি লিখেছেন, ‘মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়া গত কয়েক দিন সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দুপুর ১টায় মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মম পাশবিকতায় আছিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি এ ঘটনা জানার পর শুরুতে তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিচারের দীর্ঘসূত্রতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে নারী হেনস্তা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না। তারপরেও এই ঘটনাগুলো ঘটেই চলেছে। নারী, কিশোরী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এ ছাড়াও একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনিভাবে। সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ। এ ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক ভয়ংকর দৃষ্টান্ত তৈরি করছে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান। সূত্র: বাসস

এমএ/