
দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করতে ৩০ দেশে অবস্থানরত ৭৫ জনকে নিয়ে প্রবাসী কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মাধ্যমে তারা দেড় কোটি প্রবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরো সার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। তাদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।’
প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রবাসীদের মধ্যে ‘রিভার্স ব্রেন ড্রেন’ নিয়ে একটি আন্দোলন শুরু করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি ২২ বছর পর আমার মাতৃভূমিতে ফিরে এসেছি। আমি বিশ্বাস করি এখন দেশের জন্য কিছু করার সময়। আমি চাই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাবেন। বাংলাদেশ ২.০ গড়ার পথে এটি একটি অপরিহার্য পদক্ষেপ।’
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যরা হলেন: আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব প্রমুখ।