ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

আওয়ামী প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে অপকর্ম করে বেড়াচ্ছে: আমিনুল হক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম
আওয়ামী প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে অপকর্ম করে বেড়াচ্ছে: আমিনুল হক
ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে এবং তারা বিভিন্নভাবে অপকর্ম করে বেড়াচ্ছে- বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৬টি দল নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা সবাই এখন বিএনপি হয়ে গেছে। পতিত আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা এখন নব্য বিএনপি সেজে আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এই ধরনের অপকর্মকারীদের কাউকেই প্রশ্রয় এবং সুযোগ দেওয়া যাবে না।

আমিনুল হক আরও বলেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচার এর প্রেতাত্মারা এখনো পর্যন্ত বসে আছে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সে ধ্বংসস্তূপের ক্রীড়াঙ্গনকে টেনে তুলে নতুনভাবে জাগরণ তৈরির প্রয়াস হাতে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের খেলাধুলা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সারা বছরব্যাপী ক্যালেন্ডারের মধ্যে রাখতে ও একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা অন্যতম একটি মাধ্যম।

জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি- সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটি সুন্দর ও গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে পারব।

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট রাজশাহীর আহ্বায়ক মোজাদ্দে জামানী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের ব্যবস্থাপক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য 
সহ-দফতর ইবরাহীম খলিল,বগুড়া জেলা ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ক্রিকেটার মাইসুকুর রহমান রিয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ প্রতিযোগী ছয়টি দলের খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাহফুজ/

সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া হবে না : রিপন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম
সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া হবে না : রিপন
ছবি : খবরের কাগজ

বিএনপির ভাই চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া হবে না। কথা খুবই স্পষ্ট জাতীয় নির্বাচন ১৮ মাসের ভিতরে দিতে হবে। আমাদের সেনাপ্রধান যে কথা বলেছে ১৮ মাসের কথা সেই কথা মতোই নির্বাচন হতে হবে। আগে ৩০০ আসনের সংসদ নির্বাচন হতে হবে তারপরে অন্য সব নির্বাচন। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।'

শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা জেলায় থেকে কে কি কাজ করেন সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবকিছু জানেন। আপনারা এমন কিছু করবেন না যার জন্য দল ক্ষতিগ্রস্ত হয়। বিগত ১৬ বছরে যারা দলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেননি সেইসব হাইব্রিড নেতারা হঠাৎ করে দলে ঢুকে পড়তে চাচ্ছেন। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে বলেও তিনি জানান।'

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, মো. সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্ববায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়াম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ ফরিদপুর বিভাগীয় বিএনপি'র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সঞ্জিব দাস/জোবাইদা/

হাছান মাহমুদ-নওফেলসহ ৩৫২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
হাছান মাহমুদ-নওফেলসহ ৩৫২ জনের বিরুদ্ধে মামলা
মামলা

চট্টগ্রামের চান্দগাঁও থানায় সাবেক মন্ত্রী, এমপি, মেয়রসহ ৩৫২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নগরের চান্দগাঁও থানায় এজাজ খান নামে একজন বাদী হয়ে মামলাটি করেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (১৫ মার্চ) সকালে। 

এজাজ খান আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা। ওই শিক্ষার্থী আন্দোলনে গুলিতে আহত হয়েছিলেন। তাদের বাড়ি নগরের বন্দর থানার জাফরখান পাড়ার। 

এ মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু এবং যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে তার ছেলে ইয়াস শরীফ খানকে (১৬) গুরুতর জখম করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। বর্তমানে তার ছেলে ঢাকার সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় আছে।

জোবাইদা/

স্বাধীনতার ৫৪ বছরেও নারী-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি: মান্না

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম
স্বাধীনতার ৫৪ বছরেও নারী-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

‘স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আমাদের দেশের নারী, কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আছিয়ার মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা নিজেদের ক্ষমতার লোভে সমাজকে, দেশকে দুর্বৃত্তায়িত করেছি। ৫ আগস্টের পর আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের। কেউ কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা। দেশ তো আর নতুন করে স্বাধীন হয়নি, নতুন নামে নতুন দেশ হয়নি।’

শুক্রবার (১৪ মার্চ) উত্তরা কমিউনিটি সেন্টারে ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আয়োজন করে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর। 

মান্না বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর তো লাগবে। এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে, বলতে পারেন? আবেগে অনেক কিছু বলা যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না।’ মান্না আরও বলেন, ‘গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবেন না, থাকতেও পারবেন না। কেউ যদি মনে করেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে; নির্বাচন পিছিয়ে দিয়ে তো সেটা ঠেকাতে পারবেন না। সেটা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সেই লড়াই জারি রাখতে হবে।’ 

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সংগঠক মাহবুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ডাকসুর সাবেক জিএস মোস্তাক আহমেদ, আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চ ও অন্য রাজনৈতিক দলের নেতারা।ৃ

নোয়াখালীর উন্নয়নের রূপকার ছিলেন ব্যারিস্টার মওদুদ: ফখরুল

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম
নোয়াখালীর উন্নয়নের রূপকার ছিলেন ব্যারিস্টার মওদুদ: ফখরুল
ব্যারিস্টার মওদুদ আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। ছবি: খবরের কাগজ

নোয়াখালী অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি আজ না থাকলেও তার সৎকর্ম ও অবদান যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারীতে ব্যারিস্টার মওদুদ আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালী তথা কোম্পানীগঞ্জের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার হাত ধরেই এ অঞ্চলে শিক্ষা, অবকাঠামো ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার বিরুদ্ধে অভিযোগ এনে ফখরুল ইসলাম বলেন, ‘গত ১৭ বছর ধরে কোম্পানীগঞ্জে বিএনপিকে রমজানে ইফতার মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। এমনকি ওয়াজ মাহফিল করতে হলেও বাধার সম্মুখীন হতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে শৃঙ্খলা বজায় রাখতে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশীদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আবদুল মতিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, একরামুল হক মিলন মেম্বার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, চরহাজারী ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মজিদ মেম্বার, চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম মেম্বারসহ অনেকে।

এদিকে ২০২১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি দেশের আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার নেতৃত্বে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।

মজনু/তাওফিক/ 

প্রায় এক দশক পর শাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১০ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম
প্রায় এক দশক পর শাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
শাবিপ্রবিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের ৭৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২০১৬ সালে শাবিপ্রবি ছাত্রদলের সর্বশেষ ১৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় ৯ বছর পর ঘোষিত নতুন কমিটিতে ৭৬ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. সোহাগ, সৈয়দ উসামা ইব্রাহীম, মো. জসিম উদ্দিন লস্কর, শাহ পরান, মো. মাহির আসিফ, আল সোয়াইবি, মো. সাঈদ আল নাঈম, মার্জিয়া সুলতানা পিংকি, শরিফ আহমেদ, মো. আহাদ রহমান, মো. ইমন হোসেন এলিম। 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- নাজমুস সাকিব, মারুফ বিল্লাহ, মো. জহিরুল ইসলাম, মো. রাহাত হোসেন, আফফান, মিঠু সরকার, মো. মোস্তাকিন ইসলাম, মো. জুনায়েদ হাসান, মো. আল আমিন, ফাহাদ খান, মোহাম্মদ সোহানুর রহমান, মো. আরফান উদ্দীন, মো. জুলফিকার রহমান, মো. জাবির, হারুন অর রশিদ রাসেল, তাজুল ইসলাম, খলিলুর রহমান চাঁদ, মোহাম্মদ আশিক। 

সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান, নূর আলম রাজিব, জামিল সাজ্জাদ, আবু আফসার মোজাম্মেল, মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, এস এম সাখাওয়াত শাকিব নিলয়, সোহান শাহ, মো. মেহেদী হাসান, মো. শরীফ মিয়া, মোস্তাক আহমেদ, মো. মোবিন সিদ্দিক।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আদনান আহমেদ মোহনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন নাছিমুল হুদা খুররম, শেফায়তুল ইসলাম, ফাহিম আবিদ সৌমিক, রাকিব মিয়া, মো. মাহফুজ মিয়া, আবুল হাসানাত, কাজী তানভির রহমান, হৃদয় হাসান, আল মামুন, মারুফ সাকলিন।

এ ছাড়া দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন- শামসুজ্জামান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক মো. তারেক রহমান, প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রীবিষয়ক সম্পাদক রিমকাতুল রাশেদ অথৈ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় মিয়া। সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দীন, সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, আন্তর্জাতিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, অর্থ সম্পাদক তারেক রহমান, সহ-অর্থ সম্পাদক মো. কাফি কাওসার, নাট্যবিষয়ক সম্পাদক মো. খালিদ হাসান কনক, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন সাকিব, মানবাধিকার সম্পাদক আছিফ মাহবুব ওহি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন অপি, যোগাযোগ সম্পাদক মো. হাছিবুর রহমান, আইন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল নিয়ন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুনতাসির মামুন শুভ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন, পাঠাগার সম্পাদক এস এম জিয়াদ জুবাইরী।

নতুন কমিটি ঘোষণার পর শাবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসফাক/তাওফিক/