আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে এই তিনটি অন্যতম নাম। গরিবের পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ ও কাঁচা মরিচ বা আলু সেদ্ধ ভাতই হোক কিংবা আহ্লাদের আলু বিরিয়ানিই হোক, সবকিছুতে এক কমন নাম পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ আর আলু। কিন্তু আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ পরিবারের।
আলুর দাম ২০ টাকা থেকে এখন ৬০ টাকা, কাঁচা মরিচ এক পোয়া ৮০ টাকা, পেঁয়াজ তো সেই কবে শত টাকা পেরিয়ে গেছে। আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচ নিয়ে বাজারে দোকানিদের সঙ্গে দরাদরি করলেও তেমন কোনো সুরাহা মিলছে না। তাদের সাফ কথা, কিছুতেই দাম কমানো সম্ভব নয়। সে ক্ষেত্রে সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে সুলভ মূল্যে আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচ বিক্রি করা হোক।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]