ব্যাগ হাতে বাজারে যাওয়ার দৃশ্য অস্তমিত প্রায়! আগে দুটো সাইজের ব্যাগ হাতে থাকত- একটা বড়, একটা ছোট। বড়টা সাধারণত শাকসবজির জন্য, ছোট ব্যাগটা মাছের জন্য। ইদানীং অনেকেই একেবারে খালি হাতে বাজার করতে চলে যায়। কারণ তারা জানে যে বিক্রেতার দল বেশ পরিপাটি করে প্লাস্টিকের ব্যাগে ভরে হাতে তুলে দেবে, একবারে মাছ-মাংস থেকে শাকসবজি পর্যন্ত। অর্থাৎ সর্বনাশা প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার।
ক্রেতার দল ঘরে এসে প্লাস্টিকের ব্যাগ থেকে দ্রব্যসামগ্রী সংগ্রহ করা, তারপর ওই প্লাস্টিক যত্রতত্র ছুড়ে ফেলা। শুধু শাকসবজি, মাছ-মাংস-ডিম নয়, ফুল-ফলমূল-মিষ্টি-মুদির দোকানের দ্রব্যসামগ্রী থেকে শুরু করে ওষুধপত্রও ওই প্লাস্টিকের ব্যাগে। প্লাস্টিক ব্যাগের ব্যবহার যথেচ্ছাচার চলছে, প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রশাসনিক বিধিনিষেধ তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষও এ দায় থেকে এড়িয়ে যেতে পারে না।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]