দেশের ছাত্র আন্দোলন নতুন এমন কোনো ঘটনা নয়। বায়ান্ন থেকে একাত্তর এবং স্বৈরাচার আন্দোলন- সব ক্ষেত্রে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখে এসেছেন। সম্প্রতি যে কোটা সংস্কার আন্দোলন সংঘটিত হলো তা ছাত্রদের শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন কিছু দুষ্কৃতকারী যোগ দিল, তখন থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও মূল্যবান সম্পদগুলো একে একে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলো এবং দেশকে মুহূর্তে অচল করে দেওয়া হলো। তার দায় কে বা কারা নেবে?
এই সুযোগসন্ধানী দুষ্কৃতকারীদের কারণে দেশ এক পা এগোলে পাঁচ পা পিছিয়ে পড়ছে। বিশেষ করে ন্যায্য অধিকার নিয়ে দাবিদাওয়া পেশ করার সাংবিধানিকভাবে প্রত্যেক নাগরিকের অধিকার আছে। সভা-সমাবেশ, মিটিং-মিছিল করারও অধিকার আছে। যুগ যুগ ধরে ছাত্ররা ন্যায়ের পক্ষে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছেন। আর এই সুযোগে আন্দোলনরত ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে যারা দেশের এত বড় ক্ষতি করেছে, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
মাসুম বিল্লাহ্
ফার্মগেট, ঢাকা
[email protected]