এ দেশে উগ্রবাদিতার কোনো সুযোগ নেই। এ দেশ অসাম্প্রদায়িক চেতনার। দাঙ্গা-হাঙ্গামা এবং উগ্রবাদিতার এখানে কোনো সুযোগ নেই। দেশটার ভেতরে যেভাবে সংখ্যালঘু মানুষকে নির্যাতন আর নিপীড়ন করা হচ্ছে, তার চিত্র ভয়াবহ। কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, গোপালগঞ্জ, খুলনায় চলছে এখন সাম্প্রদায়িকতার বিষবাষ্প। সেখানে সংখ্যালঘুদের নির্মম নির্যাতনের শিকার হতে হচ্ছে।
সাধারণ শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। এ চিত্র আমাদের বড়ই ভাবিয়ে তোলে। আমাদের দেশ অসাম্প্রদায়িক চেতনায় লালন করা একটি দেশ। ভারতের কিছু টিভি চ্যানেল যে হারে এপারের হিন্দু নিগৃহীত হওয়ার সংবাদ প্রচার করছে, তাতে আঁতকে উঠতে হয়। তাতে করে বহির্বিশ্বে আমাদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছ। দেশে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছে। ইতোমধ্যে বড় বড় পদে কিছু পরিবর্তন এসেছে।
দেশ স্থিতিশীলতায় তাদের ভূমিকা হবে অনবদ্য। বাংলাদেশের লাখ লাখ অধিবাসী পরবাসে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। সেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তার প্রভাব আমাদের নিরীহ প্রবাসীদের ওপর পড়বে। তাই আমাদের যার যতটুকু শক্তি আছে তা নিয়ে সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে রক্ষায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে। তারা এ দেশের সন্তান, এ মাটিতেই তাদের জন্ম। এ মাটি থেকে তাদের উৎখাত করা হলে সেটা হবে জাতির জন্য ভয়াবহ লজ্জা আর আত্মগ্লানির।
মো. ফাহিম সরদার
শিক্ষার্থী, বরপা, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
[email protected]