ঢাকা ২৪ ভাদ্র ১৪৩১, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

এত কান্না কি ভালো লাগে?

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১১:২৭ এএম
এত কান্না কি ভালো লাগে?

দেশে শত শত মা তার সন্তান হারিয়ে বিলোপ করছেন। সে কান্না এখনো শেষ হয়নি। সেই কান্নার আওয়াজে শেখ হাসিনার করুণ পতন ঘটেছে। যারা দেশের মধ্যে বড় ধরনের নৈরাজ্যকারী ছিলেন তাদের অপসারিত করা হচ্ছে। পুনঃসংস্কার করা হচ্ছে দেশের জঞ্জাল। কীভাবে ঘুরে দাঁড়ানো যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। এমনিতেই দেশের আইনশৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। 

কোনোভাবেই দুষ্কৃতকারীদের লাগাম টানা যাচ্ছে না। তারা এখন ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাচ্ছে। যারা ওই সরকারের প্রভাবশালী ছিলেন তাদের অনেক আলিশান বাড়ি, হোটেল, ব্যবসাকেন্দ্র এবং অফিস কার্যালয় পুড়িয়ে দিচ্ছে। কিন্তু নতুন আপদ আবার শুরু হয়েছে দেশের মধ্যে। এরা ধরাছোঁয়ার বাইরে কেন? আমাদের এখন দ্রুতই আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ছাড়া কোনো গত্যন্তর নেই। অনেক এলাকায় সংখ্যালঘুদের ওপর ভয়াবহ অত্যাচারের কান্নার আওয়াজ ফেসবুকের কল্যাণে ভেসে আসছে। 

তারা বাঁচার আকুতি জানিয়ে মানুষের সাহায্য-সহযোগিতা চাচ্ছেন। কিন্তু কেউ নেই তাদের বাঁচানোর। রাষ্ট্রের পক্ষ থেকে নেই কোনো ধরনের আইনি সুবিধা পাওয়ার ব্যবস্থা। তাহলে এরা কোথায় যাবে? কার কাছে প্রতিকার চাইবে। তাই সেনাবাহিনীকে তাদের ভাষণের মাধ্যমে একটা জরুরি বার্তা দেওয়া আবশ্যক। যারা দেশের মধ্যে নৈরাজ্য করবে এবং সংখ্যালঘুদের আক্রমণ করে বাড়িঘর লুট করবে, তাদের কঠোর সাজার মুখোমুখি করা হবে। তা হলেই নৈরাজ্য অনেকাংশে কমে আসবে বলে দেশের মানুষ মনে করে।

রোকসানা রহমান
আলীপুর, মোল্লার হাট, কালকিনী, মাদারীপুর
[email protected]

ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগকে সাধুবাদ

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগকে সাধুবাদ

ব্যাংকারদের অনেক দিনের চাওয়া ছিল পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার। পেশাগত উন্নয়নের জন্য ব্যাংকিং ডিপ্লোমা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে অত্যাবশকীয় নয়। সে জন্য ব্যাংকারদের ওপর এক অযাচিত চাপ হয়ে ছিল ব্যাংকিং ডিপ্লোমা। বিশেষ করে বাণিজ্য অনুষদের বাইরে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও কঠিন ছিল। 

পদোন্নতির ক্ষেত্রে কাজের মাধ্যমেই একজন কর্মকর্তার মূল্যায়ন হওয়া উচিত এবং সেভাবেই তার প্রাপ্য পদোন্নতি দেওয়া উচিত। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা একটি সময়সাপেক্ষ ব্যাপার। অনেকে একবারে উত্তীর্ণ হতে পারেন না। ফলে দীর্ঘদিন যোগ্য হওয়া সত্ত্বেও অনেক কর্মকর্তা পদোন্নতি পাচ্ছিলেন না। তাই ব্যাংকারদের প্রাণের দাবি ছিল পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার। অবশেষে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। 

ফাহিম হাবিব
৫/১ এফ ১, মোহনপুর, রিং রোড, শ্যামলী, ঢাকা
[email protected]

সেই ডাক্তারবাবুরা আজ কোথায়?

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ এএম
সেই ডাক্তারবাবুরা আজ কোথায়?

আমাদের পিরোজপুরে শ্যাম সাহাবাবুসহ কয়েকজন ডাক্তার ছিলেন। তাদের বড় কোনো ডিগ্রি ছিল না। তারা ছিলেন এলএমএফ। কিন্তু তারা ছিলেন গরিবের কাছে সাক্ষাৎ ভগবান। খুব কম পয়সার ওষুধ দিতেন। আজকাল যেমন কোনো কোনো ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখছেন, না মুদির ফর্দ লিখছেন, বোঝা দায়। অন্তত সাত-আটটি ওষুধ লেখার পরে তাদের কলম থামে। কারণে-অকারণে কত রকম পরীক্ষা যে দেওয়া হয়। সেই শৈশবে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়লে বাবা ডাক্তার সাহেবের কাছে নিয়ে যেতেন। তা তো ষাট বছর আগের কথা। 

সেই ডাক্তারবাবু একটিমাত্র ১০ পয়সা দামের ওষুধ দিয়েছিলেন, তাতেই সেরে উঠলাম। একবার আমার ছোট ভাই সবার অজান্তে নাকে একটি ভিজে ছোলা ঢুকিয়ে ফেলেছিল। সর্দিতে সেটা আরও ফুলে উঠে নাকের একটা ফুটো বন্ধ হয়ে গেল। বাবা ছোট ভাইকে নিয়ে ছুটলেন ডাক্তারবাবুর কাছে। প্রথমে তিনি রহস্য করে বললেন, ‘হ্যাঁ রে, বাড়িতে নস্যি ছিল না? নাকের কাছে ধরলেই কাজ হতো, আর আমার কাছে আনতে হতো না।’ তার পরে ছোলাটি বের করে দিলেন। ফি? না, কোনো ফি নেননি। আর আজকে? ডাক্তার মানেই ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ফি দিতে হয়। সেই সঙ্গে সাত-আট ধরনের ওষুধের পাশাপাশি হরেক রকমের পরীক্ষা করে নিয়ে আসার জন্য পরামর্শ দিয়ে থাকেন। 

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

নীরবে নিঃশব্দে কাঁদছে শিশুরা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ এএম
নীরবে নিঃশব্দে কাঁদছে শিশুরা

বাবার অপেক্ষায় অনেক শিশু এখনো পথ চেয়ে বসে আছে। বাবা এসে কোলে তুলে নেবেন। বাবার সঙ্গে খুনসুটি করবে। এটা কিনে দাও, ওটা কিনে দাও বলবে। কিন্তু হায় একি! তাদের বাবা দিনের পর দিন, বছরের পর বছর গেলেও আর ফিরে আসেন না। তাদের নাকি গুম করা হয়েছে। একটি দেশে গত ১৪ বছরে ৬ শতাধিক মানুষ গুম হয়ে গেল আর রাষ্ট্র তা কিছুই জানল না, বুঝল না, এটা কি মেনে নেওয়া যায়? আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অনেককে তুলে নেওয়া হয়েছে। র্যাবের দ্বারাও অনেক মানুষ গায়েব হয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাটি প্রকাশ না পেলে আমরা তা জানতে পর্যন্ত পারতাম না। দেশের আয়নাঘর বিষয়টি এখন সবার সামনে চলে এসেছে। 

সেখান থেকে অনেকে বের হলে তাদের বাস্তবতার কথা আমরা জানতে পেরেছি। সেটা বিরোধী নিপীড়নের যে বড় ধরনের বন্দিশালা ছিল, তা আর এখন গোপনীয় কোনো বিষয় নয়। অনেক ব্যক্তিকেই আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর নামে চোখ বেঁধে ধরে নিতে। মুক্তিপণ পেয়ে কিছু ছাড়াও পেয়েছেন। আবার অনেককে তারা হত্যা করেছে। এসব ঘটনায় কিছু বিপথগামী চাকরিচ্যুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। তাদের চিহ্নিত করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। না হলে শত শত মায়ের কান্নায় আকাশ-বাতাস বিদীর্ণ হবে। তাদের সান্ত্বনা দেওয়ার আর কোনো পথ খোলা থাকবে না।        

অলিউর রহমান ফিরোজ
সাংবাদিক
মিরাপড়া, রিকাবীবাজার, মুন্সীগঞ্জ
[email protected]

নিত্যপণ্যের দাম কমাতে হবে

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
নিত্যপণ্যের দাম কমাতে হবে

কৃষি ফসল উৎপাদনে কৃষকের অবদান সবচেয়ে বেশি। কৃষক আছেন বলেই আমাদের খাদ্যসংকট হচ্ছে না। প্রতিটি কৃষিপণ্যের দাম আকাশছোঁয়া। কিনতে গেলে হাত পুড়ে যায়! বিভিন্ন ফসল উৎপাদনে বাংলাদেশ যদি এতটাই এগিয়ে থাকে, তবে তা নিশ্চিতভাবে দেশের আর্থিক সমৃদ্ধির পক্ষে সহায়ক। এখন প্রশ্ন জাগে, যে দেশে এত উৎপাদন হচ্ছে, সেখানে কৃষকরা কেন ন্যায্যমূল্য পাচ্ছেন না? 

নিত্যপণ্যের দাম এত বেশি কেন? এত বেকারত্ব তথা অভাব-অনটন কেন? কেনইবা এ দেশে জনসংখ্যার সিংহভাগ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে? মুষ্টিমেয় লোক বাদ দিলে অধিকাংশ জিনিসপত্রের দাম শুনে বিস্মিত-অবাক! মাছ-মাংস খেতে তো ভুলে গেল! এটা স্পষ্ট যে, উৎপাদনের সুফল সাধারণ মানুষের হাতে পৌঁছোচ্ছে না। 

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

শিক্ষক হলেন আলোর বাতিঘর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ এএম
শিক্ষক হলেন আলোর বাতিঘর

শিক্ষক ও ছাত্রদের মধ্যে একসময় কতই না মধুময় সম্পর্ক ছিল। তাদের মধ্যে যেমন ছিল শাসন, তেমনি ছিল স্নেহের স্রোতোধারা। কোনো কোনো শিক্ষককে বাঘের মতো ভয় পেলেও তাদের ভেতরটা ছিল কোমল। তারা যেমন শাসন করতেন, তেমনি ছাত্রদের ব্যাপকভাবে তদারকিও করতেন। কেউ স্কুলে না এলে বাড়ি থেকে ছাত্রদের দিয়ে ধরে নিয়ে আসতেন স্কুলে। কোনো অভিভাবককে তখন কৈফিয়ত দিতে হতো না। শিক্ষকরা তখন ছিলেন সর্বতোভাবে শ্রদ্ধার পাত্র। কিন্তু বর্তমানের প্রেক্ষাপট বদলে গেছে। এখন কেউ কাউকে মানছে না। 

অনেক স্কুলে বেপরোয়া ছাত্রদের নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা পর্যন্ত বসাতে হচ্ছে। একজন শিক্ষক আরেকজন শিক্ষকের পেছনে লেগে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন শিক্ষাপ্রতিষ্ঠানে। তাতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটছে। তারই প্রতিফল এখন পাচ্ছে তারা। তারা গণহারে পতত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কাউকে কাউকে জোরজবরদস্তি করা হচ্ছে পদত্যাগ করতে। একজন শিক্ষক সমাজের বাতিঘর। তা যদি দপ করে নিভে যায়, তাহলে পুরো সমাজটাই অন্ধকারে পতিত হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান হোক দলবাজি ও লেজুড়বৃত্তিমুক্ত। 

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই কিছু গিরিঙ্গিবাজ শিক্ষক থাকেন। বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যবহার করে নিরীহ ও সাধারণ শিক্ষকদের পদত্যাগে পর্যন্ত বাধ্য করা হচ্ছে, যা দুরভিসন্ধিমূলক। তাদের পাতানো ফাঁদে  পা দেওয়া যাবে না। তাদের চিহ্নিত করে সব প্রতিষ্ঠান থেকে এ ধরনের চালবাজ এবং গুটিবাজ শিক্ষকদের প্রতিষ্ঠান থেকে দূরীভূত করে শিক্ষার মান ফিরিয়ে আনাই হবে এখন মূলমন্ত্র।  

অলিউর রহমান ফিরোজ
সাংবাদিক
মিরাপড়া, রিকাবীবাজার, মুন্সীগঞ্জ
[email protected]