নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহনী বাজার হয়ে উত্তর মাহাতাবপুর মানিকমুড়া রাস্তাটি জরাজীর্ণ। এ রাস্তার পাশে চারটি ইটের ভাটা থাকায় মাটি ও ইটবোঝাই ট্রাক দিন-রাত আসা-যাওয়া করায় দিন দিন রাস্তাটি ছাতারপাইয়া উত্তরাঞ্চলবাসীর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার কোনো কোনো অংশ গর্তে পরিণত হচ্ছে এবং এখানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি ছাত্রছাত্রী ও সাধারণ পথচারীরা।
পাশাপাশি রয়েছে ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহনী বাজার (মুক্তিযোদ্ধা শহিদ ম্যাজিস্ট্রেট মুজিবুল হক) সড়কের সরু ব্রিজগুলো সংস্কার জরুরি। এখানে পিচ ঢালাইয়ের তিন মাস পর রাস্তাটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে-রাস্তায় ধুলোবালিতে পুরো গ্রামের বাড়িঘর ছেয়ে যায় এবং বর্ষায় রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়। রাস্তাটি আরও বড় করা প্রয়োজন।
এই সড়কটি দিয়ে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা, অফিস-আদালত, জেলা সদর, থানা-উপজেলা সদর, ইউনিয়ন সদর, ইউনিয়ন ভূমি অফিস, কোর্ট-কাচারি ও চিলাদি, উত্তর মাহাতাবপুর, ছাতারপাইয়া মজুমদারপাড়া, তেমুহনী বাজার, পাঁচতুপা, কাবিলপুর, বসন্তপুর, ছাতারপাইয়া দিঘিরপাড়ার চলাচল করে। সুতরাং ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহনী বাজার রাস্তার সংস্কারের কাজ দ্রত শুরু করে এলাকাবাসীকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করবে কর্তৃপক্ষ।
বেপারী মো. গিয়াস উদ্দিন হৃদয়
প্রধান উদ্যোক্তা, ইসমাইল বেপারী বাড়ি সোসাইটি
চিলাদি, ছাতারপাইয়া, নোয়াখালী-৩৮৬৪
[email protected]