নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে পরিচিত অর্থনীতিবিদ হিসেবে। তার ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা ‘গ্রামীণ ব্যাংক’ একটা সময় বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন ঘটায়। বিশেষত নারী ক্ষমতায়নের প্রশ্নে সংস্থাটি একটি যুগান্তকারী ভূমিকা নেয়। পরবর্তীকালে মুহাম্মদ ইউনূসের এই মডেল উন্নয়নশীল বিশ্বের একাধিক দেশ অনুসরণ করে। গ্রামীণ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের অভিনব ধারণা মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল বলেই তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। নোবেল ছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশের পুরস্কার পেয়েছেন। সমাজ ও অর্থনীতির বদল আনতে সক্ষম এমন অভিনব ভাবনার জন্ম দেওয়ার ক্ষমতা যে ব্যক্তির রয়েছে, তাকে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সে যাই হোক, মুহাম্মদ ইউনূসের গড়া সিরাজগঞ্জের জয়সাগরসহ দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ মৎস্য ও প্রাণিসম্পদ ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। বহু দরিদ্র মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে সচ্ছল জীবন ফিরে পেয়েছিল। কিন্তু এক সময় সরকার গ্রামীণ মৎস্য ও প্রাণিসম্পদ ফাউন্ডেশনের জয়সাগরসহ প্রতিটি সফল কার্যক্রমের প্রকল্প তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর কিছুদিন পর শুনেছি, বহু সচ্ছল পরিবার পুনরায় দরিদ্র জীবনে চলে গেছে। এমতাবস্থায় জয়সাগরসহ প্রতিটি প্রকল্প পুনরায় গ্রামীণ মৎস্য ও প্রাণিসম্পদ ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে আসুক, এটাই আমরা চাই। তাহলে দরিদ্ররা পুনরায় সচ্ছল জীবন ফিরে পাবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]