একসময় গ্রন্থাগারই ছিল পড়ুয়াদের একমাত্র বিনোদন আর জ্ঞানের ক্ষেত্র। তা আজ কোথায়? জানার আগ্রহ বাড়ানোর জন্য গ্রন্থাগারে সরকার নজর দিক। তর্ক-বিতর্ক আর পারস্পরিক আলাপ-আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গ্রন্থাগার। ঢাকা শহরের বিউটি বোর্ডিং যেমন ছিল জানার আগ্রহ উসকে দেওয়ার ভিত্তিভূমি, তেমন গ্রাম-মফস্বলে গ্রন্থাগার ছিল যুবসমাজের প্রাণখোলা আড্ডার কেন্দ্র।
আজ যেমন কোনো কিছু জানতে গেলে অক্লেশে নেট ঘেঁটে জানা যায়। চারদিকে গ্রন্থাগারের আকাল, এ কালের নিউক্লিয়াস পরিবারে জ্ঞানের আদান-প্রদানের বড় অভাব। গ্রন্থাগারের ওই খোলামেলা আড্ডার পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে জানার আগ্রহ, পড়ার অভ্যাস বাড়বে না। যুব সম্প্রদায়ের মধ্যে যত বেশি জানার আগ্রহ বাড়বে, ততই মিথ্যার ঠুলি খসে যাবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]