ব্যাংকারদের অনেক দিনের চাওয়া ছিল পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার। পেশাগত উন্নয়নের জন্য ব্যাংকিং ডিপ্লোমা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে অত্যাবশকীয় নয়। সে জন্য ব্যাংকারদের ওপর এক অযাচিত চাপ হয়ে ছিল ব্যাংকিং ডিপ্লোমা। বিশেষ করে বাণিজ্য অনুষদের বাইরে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও কঠিন ছিল।
পদোন্নতির ক্ষেত্রে কাজের মাধ্যমেই একজন কর্মকর্তার মূল্যায়ন হওয়া উচিত এবং সেভাবেই তার প্রাপ্য পদোন্নতি দেওয়া উচিত। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা একটি সময়সাপেক্ষ ব্যাপার। অনেকে একবারে উত্তীর্ণ হতে পারেন না। ফলে দীর্ঘদিন যোগ্য হওয়া সত্ত্বেও অনেক কর্মকর্তা পদোন্নতি পাচ্ছিলেন না। তাই ব্যাংকারদের প্রাণের দাবি ছিল পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার। অবশেষে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
ফাহিম হাবিব
৫/১ এফ ১, মোহনপুর, রিং রোড, শ্যামলী, ঢাকা
[email protected]