গুজব হলো এমন কোনো তথ্য বা খবর, যা প্রমাণিত না হয়ে শুধু প্রচারিত হয় এবং বেশির ভাগ ক্ষেত্রে এর সত্যতা যাচাই করা হয় না। গুজব একটি সমাজকে অস্থিতিশীল এবং বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে। বর্তমানে গুজব শুধু ধর্মীয় বা সামাজিক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে না, রাজনৈতিকভাবেও বিভাজন সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে। ফলে আমরা বিভিন্ন সংঘাত ও আক্রমণাত্মক আচরণ দেখতে পাচ্ছি, যা কোনোভাবেই কাম্য নয়। গুজব প্রতিরোধে আমাদের সবার সজাগ ও সচেতন থাকতে হবে।
এ ক্ষেত্রে জেনারেশন-জেড মুখ্য ভূমিকা রাখতে পারে। তারা সাধারণত প্রযুক্তিগত দিক থেকে একটু হলেও এগিয়ে। তারা গুজবে কান দেয় না। যেকোনো তথ্য সমাজে ছড়িয়ে পড়ার আগে আমাদের ফ্যাক্ট চেক করে নিতে হবে। এ ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট, যেমন- পলিটিফ্যাক্ট, ব্রেকিং নিউজ, স্নোপস প্রভৃতির মাধ্যমে নির্ভুল তথ্য পেতে পারি। এ ছাড়া আমাদের দেশের সংবাদপত্রগুলোর ওপর নির্ভর করা যেতে পারে।
সাধারণত সংবাদপত্রগুলো সেন্সিটিভ বিষয়ে মিথ্যা তথ্য দেয় না। তারা ফ্যাক্ট চেক করেই খবর প্রচার করে। সরকারকেও এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে মিথ্যা তথ্য ছড়িয়ে না পড়ে। সর্বোপরি গুজব থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। সঠিক তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা এবং মিথ্যা তথ্যের বিরুদ্ধে সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব। এভাবে সঠিক তথ্যের ভিত্তিতে একটি তথ্যবহুল সমাজ গঠন সম্ভব হবে এবং গুজবের প্রভাব কমিয়ে আনা যাবে।
আব্দুল্লাহ আল নোমান
শিক্ষার্থী, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
[email protected]