বিশ্বের বিভিন্ন নগরীর তাপমাত্রা কমানোর জন্য উদ্যান স্থাপন এবং ভবনের নকশা অনুমোদনের জন্য ছাদে বাগান স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। জাপানের রাজধানী টোকিওর মেট্রোপলিটন সরকার টোকিও সিটির ভবনগুলোর ছাদে ন্যূনতম ২০ শতাংশ জায়গায় বাগান কার্যক্রমকে ২০০১ সালে আইন পাস করে বাধ্যতামূলক করেছে। ফলে টোকিও সিটির গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি ফারেনহাইট হ্রাস পেয়েছে।
সম্প্রতি ঢাকার আসাদগেটে ফলবিথী হর্টিকালচার সেন্টারে সাংবাদিকদের জন্য রুফ গার্ডেনিং ওরিয়েন্টশন কোর্সে বক্তারা অবিলম্বে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য ঢাকা শহরের বাসাবাড়ির ছাদে ফলমূলের বাগান কার্যক্রমকে জনপ্রিয় করে গড়ে তোলার আহ্বান জানান।
ছাদে গার্ডেনিং কর্মসূচি সফলতার জন্য এ মুহূর্তে রাজউক ও রিহ্যাবের ভূমিকাকে খাটো করে দেখা ঠিক হবে না বরং তারা এ ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতে পারে। সিঙ্গাপুরের মতো দেশে এখন রাস্তার ফুটপাতগুলোকে সবুজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাদে শুধু বাগান নয়, চৌবাচ্চা করে মাছ চাষ করাও যেতে পারে। ঢাকা শহরের পরিবেশ রক্ষার জন্য ছাদে বাগান কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নগরবাসীর। নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বাগান কর্মসূচিকে উৎসাহী করা উচিত।
এমতাবস্থায় আগামী প্রজন্মের ও নগরবাসীর স্বার্থে ঢাকা শহরের প্রতিটি বাসাবাড়ি, ফ্ল্যাট, এমনকি মসজিদ ও মাদরাসার ছাদে ফুল ও ফলের বাগান সৃজন বাধ্যতামূলক করতে একটি আইন পাস করার মাধ্যমে জনসচেতনা কর্মসূচি সফল করার আহ্বান জানাই। এ মহৎ উদ্যোগকে সফল করার জন্য ঢাকা সিটি করপোরেশন, রাজউক, রিহ্যাব, গণপূর্ত অধিদপ্তর, এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানাই।
মাহবুবউদ্দিন চৌধুরী
লেখক ও গণমাধ্যমকর্মী
১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা
[email protected]