দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় খাদ্যদ্রব্যে ইচ্ছামাফিক ভেজাল মিশিয়ে জনগণকে ঠেলে দিচ্ছে নির্ঘাত মৃত্যুর মুখে। সবার চোখের সামনে ভেজালকারীরা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের ভেজাল কার্যক্রম। ভোজ্যতেল থেকে শুরু করে মিষ্টি, দুধ, চিনি, মাছ, ফলমূলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধেও মেশানো হচ্ছে ভেজাল। ভেজাল খেয়ে জন্ডিস, কিডনি, চর্মরোগ, পেটের পীড়া, ক্যানসারসহ বিভিন্ন রোগে দেশের বিশাল জনগোষ্ঠী আক্রান্ত ও অসুস্থ। ভেজালের কারণে জনজীবন হুমকিতে। স্বাস্থ্যঝুঁকি থেকে দেশের মানুষ মুক্তি চায়। অথচ দেখার যেন কেউ নেই।
মনে রাখা উচিত, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান অবলম্বন জনস্বাস্থ্য। আর যারা এই স্বাস্থ্য নিয়ে টালবাহানা বা ছিনিমিনি খেলে, দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া কোনো গতি নেই। ভেজালের বিরুদ্ধে দেশবাসীসহ সিটি করপোরেশন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাই। এমতাবস্থায় সরকারের জনস্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী
১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]