ডিজিটাল বা আধুনিক যুগে ডাকব্যবস্থার উন্নয়নের গুরুত্বের কথা নতুন করে ব্যাখ্যা দেওয়া নিষ্প্রয়োজন। মূলত ডাকব্যবস্থার উন্নয়ন দেশের সার্বিক অগ্রগতির জন্যই প্রয়োজন। সে লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে এর যথেষ্ট গুরুত্ব বহন করে। উল্লেখ্য, পুরান ঢাকার ফরিদাবাদ পোস্টাল কোড ঢাকা-১২০৪, এলাকা বিশাল। অথচ খোদ ফরিদাবাদে অবস্থিত শত বছরের পুরোনো ডাকঘরটি ডাক বিভাগ কর্তৃপক্ষ সম্প্রতি কী কারণে প্রত্যাহার করে নিয়েছে, তা এলাকাবাসী অবগত নন।
ডাকঘর না থাকার কারণে চিঠিপত্র আদান-প্রদান, ডাকটিকিট ক্রয়, সঞ্চয়পত্র, ডাক জীবন বিমা, চিঠি রেজিস্ট্রারি, ইএমএস, পোস্টকার্ড, পার্সেল সবকিছু থেকে এলাকাবাসী বঞ্চিত। তবে জেনে রাখা ভালো, আজকাল দেশের অনেক ডাকঘরের অবস্থা বেহাল। ডাক বাঁধার জন্য দড়ি, বাতি জ্বালানোর তেল এমনকি গালা পর্যন্ত নেই। এসব সামগ্রী ক্রয়ের জন্য প্রতি মাসে সরকারি বরাদ্দ অপ্রতুল, যা ডাকঘর চলার উপযোগী নয়। ডাকব্যবস্থা ও ডাক বিভাগের বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত ডাককর্মীরা এখনো বিভিন্নভাবে উপেক্ষিত। আশা করি, পুরান ঢাকার মানুষের সমস্যার কথাটি উপলব্ধি করে ডাক বিভাগ অবিলম্বে রাজধানীর ফরিদাবাদের প্রত্যাহারকৃত ডাকঘরটি পুনরায় জনস্বার্থে চালুর উদ্যোগ নেবে।
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী
১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]