অসহায়ের সহায় সরকারি চিকিৎসা। আসলে কি তাই? তবে সরকারি হাসপাতালে দালালরা খুব প্রভাবশালী। যখন যে দল সরকারে থাকে দালালরা দ্রুত সেই দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে। আর মফস্বল শহরে এই দালালিটা একটু অন্যরকম। মফস্বলে বলেন আর রাজধানী ঢাকার কথা বলেন- সর্বত্রই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ওষুধের দোকান ও ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্রতিনিধিরা ডাক্তারের সঙ্গে রাউন্ডে থাকেন। ডাক্তাররা দামি ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার বিধান দিলে, যেসব ওষুধ হাসপাতালে পাওয়া যায় না, সেই ওষুধ বেশি লেখা হয় ব্যবসায়িক স্বার্থে। বহিরাগতরা তৎক্ষণাৎ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ তাদের নিজেদের দোকান থেকে নিয়ে আসেন বা রক্ত নিয়ে গিয়ে রিপোর্ট দিয়ে যান। হাসপাতাল সুপার বা স্বাস্থ্যকর্মীরা ভয়ে প্রতিবাদ করতে পারেন না। রোগী আর তাদের আত্মীয়রা কোনোরকমের প্রতিবাদ করতে পারেন না। সবাই দালালদের কাছে জিম্মি!
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]