কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের মসজিদটি অত্যন্ত সুবিশাল এবং এখানে প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করা হয়। মসজিদটিতে প্রার্থনার জন্য পরিবেশ খুবই অনুকূল হলেও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। মসজিদে কোনো মাইকের ব্যবস্থা নেই।
মসজিদে মাইকের অভাবে আজানের ধ্বনি হলের অধিকাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছায় না। আজানের গুরুত্ব ইসলাম ধর্মে অপরিসীম, কারণ এটি নামাজের জন্য মানুষের কাছে একটি সরাসরি আহ্বান। যদি মাইকের ব্যবস্থা করা হয়, তবে নিয়মিতভাবে আজান দেওয়া সম্ভব হবে, যা শিক্ষার্থীদের নামাজে অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে। অনেক শিক্ষার্থী আজানের সুমধুর ধ্বনি শুনলে নামাজের প্রতি আরও আগ্রহী হবেন বলে বিশ্বাস। বিষয়টি দ্রুত সমাধানের জন্য হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রানা আহম্মেদ অভি
আবাসিক শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
[email protected]