এই সেদিন উবারে করে ঢাকার গুলশান থেকে গেন্ডারিয়া-ফরিদাবাদে আসতে সময় লেগেছে প্রায় পৌনে ২ ঘণ্টা। অথচ ঢাকার পোস্তগোলা থেকে ফরিদপুর যেতে বাসে সময় লেগেছে মাত্র ২ ঘণ্টা। পদ্ধা সেতুর জন্য আজ আমরা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জনগণ কত না উপকৃত হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। অথচ রাজধানীর মধ্যে এত যানজট, এটা নিরসনে কেউ এগিয়ে আসছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ঢাকার যানজট নিরসনে নগরীতে বিশ্বের অন্যান্য দেশের মতো সড়কব্যবস্থার শুধু উন্নয়ন নয়, প্রশস্তকরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। নগরবাসীকে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই দুর্বিষহ যানজটের কবলে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হয়। রাস্তায় ট্রাফিক পুলিশের এক বিরাট অংশ অনভিজ্ঞ। সঠিক প্রশিক্ষণের অভাবে দেশের ট্রাফিক বিভাগ একেবারে ভেঙে পড়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কোনো ভূমিকাই রাখতে পারছে না। রাজধানীর যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ, ট্রাফিক বিভাগের উন্নতিকরণ এবং উল্টো পথে গাড়ি চলাচল বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানাই।
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী
১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]